বলিউড (Bollywood) অভিনেতা সাইফ আলী খান (Saif Ali Khan)। অভিনেতার ছবি ভূত পুলিশ রিলিজের অপেক্ষায় রয়েছে। এছাড়াও আরো একটি ছবিতে অভিনয়ের কারণে মাঝে ব্যাপক চর্চায় উঠে এসেছিলেন অভিনেতা। পরিচালক ওম রাউত ও প্রযোজক ভূষণ কুমার রামায়ণের পৌরাণিক কাহিনি নিয়ে আদিপুরুষ (Adipurush) নামের একটি ছবি তৈরি করছেন। যেখানে রাবণের চরিত্রে দেখা যাবে অভিনেতা সাইফ আলী খানকে।
এই খবর প্রকাশ্যে আসার পর সাইফের কিছু মন্তব্যের কারণে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল ছবিটি। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ছবির শুটিং বন্ধ হবার জোগাড় হয়েছিল। সাইফ বলেন যে ছবিতে রাবণের নানান কীর্তি থেকে শুরু করে সীতাহরণ এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। যেখানে রাবণকে খলনায়ক বলে মনে হবে না! এই মন্তব্যের পর উত্তেজিত হয়ে পড়েন রামভক্তরা।
এমনকি সাইফের নামে FIR পর্যন্ত করা হয়েছিল। শেষে পরিস্থিতি সামাল দিতে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল সইফকে। কিন্তু নিজের সেই ভুল থেকে কিছুই শিক্ষা নেননি অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের রাবণ চরিত্রের মানসিকতার ব্যাখ্যার প্রসঙ্গে কথা বলেছেন সাইফ আলী খান। তার মতে রাবণকে এই ছবিতে একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছবিতে রাবণের চরিত্রে কাজ করতে বেশ ভালোই লাগছে তার।
এছাড়াও তিনি বলেন, রাবণ যেটা করেছিল সেটা তার অতিরিক্ত দম্ভের ফল মাত্র। অবশ্য এর বেশি আর কিছু মন্তব্য করেননি অভিনেতা। এরপাশাপাশি সাইফ বলেন যে খলনায়কের চরিত্র হলেও দশ মাথার রাবণের চরিত্রে অভিনয় যেন একটা আলাদাই পাওয়া। তাছাড়াও অভিনয়ের সময় একটা আলাদাই উত্তেজনা কাজ করছে। লকডাউনের কারণে ছবির কাজ বন্ধ রয়েছে। তবে অনেকের মতে এই ছবি ভবিস্যতে আবার কোনো ঝামেলার সৃষ্টি করবে কিনা সেটাই চিন্তার বিষয়।