• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিভিতে দেখেই নাচ শেখা, ঐশ্বর্য-মাধুরীকে ‘গুরু’ মানেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী

Published on:

South actress Sai Pallavi says she lerned dancing watcing Madhuri Dixit and Aishwarya Rai Bacchan

দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সাই পল্লবী (Sai Pallavi)। তাঁর স্বল্প মেক আপের লুক এবং সুন্দর অভিনয়ের পাশাপাশি দর্শকদের বিশেষ পছন্দ তাঁর ডান্স (Dance) মুভসও। সাই পল্লবী এত সুন্দর নাচ করেন যে যে কোনও পটু নৃত্য শিল্পীকে টেক্কা দিয়ে দেবেন। ‘লাভ স্টোরি’ সিনেমায় তাঁর সেই নৃত্য গুণের দারুণ প্রমাণ পাওয়া গিয়েছিল।

সাই পল্লবীর নাচ দেখে মুগ্ধ দর্শকদের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে, তা হল, কোথা থেকে এত সুন্দর নাচ শিখেছেন তিনি? তাঁর গুরু কে? একবার এক সাক্ষাৎকারে নিজেরে ‘গুরু’ নন, বরং ‘গুরু’দের নাম ফাঁস করেছিলেন এই দক্ষিণী সুন্দরী।

Sai Pallavi

সাউথের এই জনপ্রিয় অভিনেত্রী একটি নামী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছিলেন, তিনি কোনোদিন প্রথাগতভাবে নাচের প্রশিক্ষণ নেননি। বরং বলিউডের দুই অভিনেত্রীকে দেখে নাচ শিখেছেন তিনি। কারা সেই অভিনেত্রী জানেন?

Aishwarya Rai and Madhuri Dixit in Dola re

সাই পল্লবী যে দুই বলি অভিনেত্রীকে দেখে নাচ শিখেছেন, তাঁরা আর কেউ নন, বরং বলিউডের অন্যতম সেরা দুই অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। হ্যাঁ, ঠিকই দেখছেন। ‘দেবদাস’এর দুই নায়িকাকে দেখেই যাবতীয় নাচ শিখেছেন দক্ষিণী সুন্দরী।

Sai Pallavi says she has learnt dance from Aishwarya Rai Bachchan and Madhuri Dixit

সাউথের এই নামী অভিনেত্রী বলেছিলেন সেই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমিখুব খুশি আমার নাচ দর্শকদের ভালোলেগেছে। তবে আমার মনে হয় না, সেই কারণে প্রয়োজন ছাড়াই আমার সব ছবিতে ডান্স নাম্বার রাখতে হবে। ‘লাভ স্টোরি’তে প্রয়োজন ছিল, তাই রাখা হয়েছিল। আমি প্রফেশনাল নৃত্যশিল্পী নই। আমি নাচ শিখিনি। ছোটবেলা থেকে ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিতের নাচ দেখেছি এবং সেখান থেকেই শিখেছিল। আমার মধ্যে সেটুকুই আছে’।

সাই পল্লবীর বড় পর্দায় ডেবিউ হয়েছিল ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কস্তুরি মন’এর মাধ্যমে। এরপর ‘ফিদা’, ‘লাভ স্টোরি’, ‘শ্যাম সিংহ রায়’এর মতো একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন এই সুন্দর অভিনেত্রী। সাউথের এই নামী অভিনেত্রীকে শেষবারের মতো ‘গার্গী’ ছবিতে দেখা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥