• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে করলেও চিঠির দায়িত্ব নেবে না সাহেব! ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক

গত একবছরে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে একঝাঁক নতুন সিরিয়াল। এই যেমন কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে  নতুন সিরিয়াল ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। শুরু থেকেই এই সিরিয়াল ঘিরে দর্শকমহলে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। তার অন্যতম কারণ হল এই সিরিয়ালের নায়ক সাহেব অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)।

‘মোহর’ (Mohor) শেষ হওয়ার পর থেকেই তাকে আবার টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন অসংখ্য অনুরাগী।  এছাড়া এই সিরিয়ালের জনপ্রিয়তার অন্যতম আরেকটি কারণ হলেন সিরিয়ালের নায়িকা চিঠি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)-ও। এর আগে তিনি ‘সাঁঝের বাতি’ (Sanjher Bati) সিরিয়ালে চারু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।

   

সাহেবের চিঠি,Saheber Chithi,প্রতীক সেন,Pratik Sen,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,রসায়ন,Chemistry

প্রসঙ্গত ইদানিং সব সিরিয়ালেই বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই মুহূর্তে এই সাহেবের চিঠি সিরিয়ালেও দেখা যাচ্ছে সাহেব চিঠির বিয়ের পর্ব। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সাহেবের মা নিজে দাঁড়িয়ে থেকেই চিঠির সাথে সাহেবের বিয়ে ঠিক করেছিলেন। ইতিমধ্যেই নানান নাটকীয় মুহূর্তের অবসান ঘটিয়ে চিঠির সিঁথিতেই সিঁদুর দিয়েছে সাহেব।

এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা হয়েছে সাহেবের চিঠি সিরিয়ালের একটি ভিডিও। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সাহেবকে তার মা চিঠির ভাত কাপড়ের দায়িত্ব নিতে বললে রাগে অভিমানে সেই দায়িত্ব নিতে অস্বীকার করে সাহেব। কারণ এ প্রসঙ্গে তার যুক্তি সে নিজেই ঠিক করে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাহলে সে কি করে অন্য কারোর দায়িত্ব নেবে।

তখন ভাতের থালা ধরে থাকা সাহেবের হাতে হাত রেখে চিঠি বলে ওঠে আজ যেমন সে ভাতের থালা ধরেছে, এইভাবেই একদিন সে নিজেই ঘুরে দাঁড়াবে। আর এই ঘুরে দাঁড়ানোর জার্নিতে চিঠির পাশে সারাক্ষণের সঙ্গী হয়ে থাকবে চিঠি। এছাড়া আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে মনের আনন্দে গান গাইছে চিঠি। আর চিঠির গান শুনে মুগ্ধ হয়ে শুনছে সাহেব। সাহেবের চোখে মুখে চিঠির প্রতি এক অদ্ভুত ভালো লাগা দেখে ভিডিওর কমেন্ট সেকশানে প্রশংসার ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।