কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘সাহেবের চিঠি’। শুরু থেকেই এই সিরিয়াল দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এর অন্যতম কারণ হল এই সিরিয়ালের নায়ক সাহেব অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। ‘মোহর’ (Mohor) শেষ হওয়ার পর থেকেই দর্শকরা তারা আবার টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন। এছাড়া এই সিরিয়ালের জনপ্রিয়তার অন্যতম আরেকটি কারণ হলেন সিরিয়ালের নায়িকা চিঠি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)।
এর আগে তিনি ‘সাঁঝের বাতি’ (Sanjher Bati) সিরিয়ালে চারু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এই মুহূর্তে এই সিরিয়ালে দেখা যাচ্ছে সাহেব চিঠির বিয়ে পর্ব। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সাহেবের মা চিঠির সাথে সাহেবের বিয়ে ঠিক করলেও সাহেবের যে একটা পা নেই সেই সত্যিটা তিনি চিঠির বাড়ির কাউকে জানাননি।
এই সত্যিটা একমাত্র চিঠি জানতো। কিন্তু বিয়ের মন্ডপে সাহেবকে দেখে সত্যিটা জেনে যায় চিঠির বাড়ির সবাই। সেই মুহূর্তে বিয়ের মণ্ডপে চলে আসে সাহেবের প্রাক্তন প্রেমিকা রাইমা। সে এসেই প্রশ্ন তোলে চিঠির চরিত্র নিয়ে। তখন চিঠি কষিয়ে এক চড় মারে রাইমার গালে। সেই সময় বারবার চিঠির চরিত্র নিয়ে প্রশ্ন ওঠায় মুখ খোলেন চিঠির মা বাবাও।
এসময় সেখানে সমরের মা এসে চিঠিকে বলে এই ছেলেকে টাকার জন্য সে যেন বিয়ে না করে। কারণ টাকা সারা জীবন থাকবে না কিন্তু এই ছেলের দায়িত্ব তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তখন সেখানে উপস্থিত স্পেশাল চাইল্ড ছোট্ট তোতা এমন কিছু কথা বলে যা শুনে চোখে জল এসে যায় সকলের। ছোট্ট তোতা সাহেবের হাতে রেখে হাত রেখে বলে চিঠি দিদি তাকে বলে তার মত যারা একটু অন্যরকম তারা খুব স্পেশাল হয়।
আর তাই সাহেবও তার অ্যাক্সিডেন্টের পর একটু স্পেশাল হয়ে গিয়েছে। এছাড়া সে জানায় সবাই তাকেও বলে তার নাকি কোনোদিন বিয়ে হবে না। কিন্তু ছোট্ট তোতা মনে করে তার চিঠি দিদি ম্যাজিক জানে। তাই চিঠি দিদি যখন বলেছে তার জীবনেও একদিন রাজকুমার আসবে। যেমনটা তার চিঠি দিদি সাহেবের জীবনে ইয়াজকুমারী হয়ে এসেছে। একথা শুনে চোখে জল এসে যায় উপস্থিত সকলের। চিঠিও তোতাকে আদর করে বলে সে কামাল করে দিয়েছে।বড়রাও যেটা বোঝেনি সে বুঝে গিয়েছে সেটা। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শক।