• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসলে বৌয়ের কাছেই ধুতি পরার শখ! সাহেব-চিঠি-র রোম্যান্স দেখে ভালোবাসায় মুড়ে দিল অনুরাগীরা

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সারাদিনের ব্যস্ততা শেষে রোজকার একঘেয়ে জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই বিনোদনমূলক সিরিয়ালগুলি। দিনের পর দিন দর্শকমহলে বাড়তে থাকা সিরিয়ালের চাহিদার কথা মাথায় রেখেই গত একবছরে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে একঝাঁক নতুন সিরিয়াল।

কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এমনই একটি নতুন সিরিয়াল ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। শুরু থেকেই এই সিরিয়াল ঘিরে দর্শকমহলে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। তার অন্যতম কারণ এই সিরিয়ালের নায়ক সাহেব অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। সিরিয়ালের তার বিপরীতে নায়িকা চিঠির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)।

   

সাহেবের চিঠি,Saheber Chithi,প্রতীক সেন,Pratik Sen,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,প্রি ক্যাপ ভিডিও,Precap Video,রোম্যান্স,Romance

শুরুর আগে থেকেই দর্শকদের নজর কেড়েছে এই ধারাবাহিকের দুর্দান্ত কাস্টিং। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই ধারাবাহিকে সাহেব মুখার্জি বাংলার একজন জনপ্রিয় রকস্টার তিনি।  তার গান শুনে মুগ্ধ বাংলার অসংখ্য তরুণী। কিন্তু শুরুর দিকেই চক্রান্তের শিকার হয়ে নিজের একটা পা হারিয়ে ফেলেন সাহেব।

সাহেবের চিঠি,Saheber Chithi,প্রতীক সেন,Pratik Sen,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,প্রি ক্যাপ ভিডিও,Precap Video,রোম্যান্স,Romance

তারপর থেকেই নিজেকে ঘরে বন্দি করে রেখে সবকিছু থেকে আলাদা করে নিয়েছেন তিনি।  আর ঠিক তখনই তাকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসতে এক মুঠো খোলা হাওয়ার মত এন্ট্রি নেয় পেশার মহিলা পিয়ন চিঠি। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সাহেবকে জীবনের নতুন ছন্দে ফিরিয়ে নিয়ে আসাইএখন চিঠির জীবনের মূল লক্ষ্য। ইতিমধ্যেই নানান ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে সাহেব চিঠির। বিয়ের পর থেকেই সাহেব চিঠির খুনসুটি চুটিয়ে উপভোগ করছেন দর্শক।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি প্রি ক্যাপ ভিডিও (Precap Video)। এই ভিডিওতে দেখা যাচ্ছে সাহেব কিছুতেই ধুতি পরতে পারছে না।ধুতি পরাতে পারছে না সাহেবের বন্ধুও। তখন রেগে সাহেব জানায় তার থেকে অনেক ভালো ধুতি পরায় চিঠি। ঠিক তখনই  সাহেবের নাম করে চিঠিকে ঘরে ডেকে পাঠায় সাহেবের বন্ধু।

সাহেবের চিঠি,Saheber Chithi,প্রতীক সেন,Pratik Sen,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,প্রি ক্যাপ ভিডিও,Precap Video,রোম্যান্স,Romance

এবার দেখা যায় সাহেবকে চিঠি ধুতি পরাতে এগিয়ে এলে প্রথমে ইতস্তত সাথে বোধ করে সাহেব। তারপরে দেখা যায় চিঠি চলে যেতে গেলেই হাত ধরে তাকে কাছে টেনে নিয়ে আসে সাহেব। এই ভিডিও দেখে দারুণ খুশি হয়েছেন দর্শকরা। সাহেব চিঠির এই রোমান্স (Romance) দেখে মুগ্ধ হয়ে ভিডিওটির কমেন্ট সেকশনে ভালোবাসায় মুড়িয়ে  দিয়েছেন প্রতীক এবং দেবচন্দ্রিমার অসংখ্য অনুরাগী।