• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বচপন কা পেয়ার খ্যাত সহদেব প্রতিমাসে আয় করে লাখ টাকা, চাকরদের স্যালারি শুনলে চমকাবেন

সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে কে কখন ভাইরাল হয়ে পরে সেটা বলা মুশকিল। কয়েক মাস আগেই ‘বাচপান কা পেয়ার’ (Bachpan Ka Pyaar) গান ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। সাধারণ মানুষ থেকে তাবড় তাবড় সেলিব্রিটিরা সহদেবের গানে রিল বানিয়ে শেয়ার করেছিল।আর সেই গানের স্রষ্টা হিসাবে রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার হয়ে ওঠেন ছত্তিসগড়ের সুকমার বাসিন্দা ১২ বছরের কিশোর সহদেব ডিরডো (Sahdeb Dirdo)।এমনকি আসল গায়ক বাদশাহ নিজেও তাকে নিয়ে গান বানিয়েছেন।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। সেলেব্রেটি থেকে সাধারণ মানুষ সকলেই বুঁদ হয়েছিলেন মজার ছলে গাওয়া এই গানের নেশায়। ওই গানে রিল ভিডিও করতে শুরু করেন সকলেই। কিছুদিন আগেই এক ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে শিরোনামে উঠে এসেছিলেন সহদেব।

এই একটা গানেই ভাগ্য বদলে যায় সহদেবের৷ তিনি ছিলেন ছত্রিশগড়ের সুকমা জেলার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা। কিন্তু বর্তমানে সে লাখোপতি। এই গানের জেরেই এখন লক্ষ লক্ষ টাকা উপার্জন করে সহদেব। এই টুকু পুচকের আবার ২ জন ম্যানেজারও রয়েছে। তারাই সহদেবের সবকিছু সামলায়।

Jane Meri Janeman Bachpan Ka Pyar Song by kid Viral

আর এই পুচকেই ২০ হাজার টাকা করে স্যালারি দেয় তার দুই ম্যানেজারকে৷ তাহলেই বুঝুন এই টুকু ছেলে এত কম বয়সে কত টাকা রোজগার করেছেন। তার দু’জন ম্যানেজারের পিন্টু এবং রাজেশ সহদেবের সমস্ত জিনিস গুলির উপর নজর রাখে। তার ক্যামেরাম্যান রাজেশ সহদেবের ভিডিও গুলি বানিয়ে দেয়। নিজের স্টারডম ধরে রাখতে রোজই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে থাকে সহদেব। মাসিক তার আয় প্রায় ২ লাখ টাকা, আর বাদশা ওই গানের জন্য সহদেবকে দিয়েছিলেন ৫ লাখ টাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥