• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বছরের শুরুতেই দুঃখের ছায়া সালমান খানের পরিবারে! নথিভুক্ত হল এফআইআর

Published on:

Salman Khan সালমান খান Arbaz Khan আরবাজ খান Sohel Khan সোহেল খান

গত বছর অর্থাৎ ২০২০ সালটা খুব একটা ভালো যায়নি। তাই নতুন বছর পড়তে অনেকেই আশায় আছেন এ বছরটা শুভ হবে। বিগত বছর বলিউড তথা বলিউড সেলেব্রিটিদের জন্যও খুব একটা ভালো যায়নি। মাদক চক্র থেকে শুরু করে নেপোটিজম অনেক কিছু ঘটে গিয়েছে বলিউডে। তাই ২০২১ সালটা ভালো যাবে এমনটাই আশা করে আছেন সাধারণ মানুষ তথা বলিউড সেলেব্রিটিরাও। কিন্তু, বছরের শুরুতেই এল খারাপ খবর। তাও আবার ভাইজান সালমান খানের (Salman Khan) পরিবারে।

সালমান খান পরিবারের মোট তিন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। যেমনটা জানা যাচ্ছে সালমান খানের ভাই আরবাজ খান (Arbaz Khan), সোহেল খান (Sohel  Khan) ও সোহেল খানের ছেলে নির্বাণ খানের (Nirvaan Khan) বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

Salman Khan সালমান খান Arbaz Khan আরবাজ খান Sohel Khan সোহেল খান

এই তিন খান পরিবারের সদস্যের বিরুদ্ধে কোভিড আইনে মামলা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় দায়ের হয়েছে মামলা। যেটা জানা যাচ্ছে, গত বছর আরব আমিরশাহিতে ঘুরতে ফিয়েছিলেন আরবাজ খান,সোহেল খান ও নির্বাণ খান। গত ২৫শে ডিসেম্বর তারা সেখান থেকে ফিরেছেন। ফেরার পর কোয়ারেন্টাইন নিয়ম অনুযায়ী তাদের হোটেলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কেউই সেই আদেশ পালন করেননি।

উক্ত তিনজনই হোটেলে যাবার নাম করে নিজেদের বান্দ্রার বাড়িতে চলে গিয়েছেন। অথচ পুলিশকে তারা জানিয়েছেন তারা তিন জন নাকি একটি হোটেলে স্যুট বুক করেছেন এবং সেখানেই থাকছেন। কিন্তু হোটেলে না থেকে মিথ্যা বলে নিজেদের বাড়ি চলে গিয়েছেন আরবাজ, সোহেল ও নির্বাণ, এই কারণেই BMC এই তিনজনের বিরুদ্ধে কোবিড স্বাস্থ্য বিধিতে মামলা করেছে।

প্রসঙ্গত, কিছুদিন যাবৎ করোনা ভাইরাসের একটি নতুন প্রজাতি ধরা পড়েছে। যা চিকিৎসক ও বিজ্ঞানীমহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ব্রিডেন ও দুবাই অর্থাৎ আরব আমিরশাহী থেকে ফেরা যাত্রীদের ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করে হয়েছে। আর এই নিয়মই উলঙ্ঘন করেছেন এই তিন জন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥