আমাদের পুরুষতান্ত্রিক সমাজে চিরকালই পুত্রসন্তানের কদর বেশি। তাই-ই এই একুশ শতকের গোড়াতে দাঁড়িয়েও কন্যা সন্তান হলে অনেক পরিবারেরই হয় মুখ ভার। ‘ছেলে হয়েছে’ বলা আজও যতটা গর্বের, ‘মেয়ে হয়েছে’ বলা ঠিক ততটাই কুন্ঠার।
তবুও আজ সারা দেশ ব্যপী পালিত হচ্ছে জাতীয় কন্যা সন্তান দিবস (National Girl Child Day)। আর এই বিশেষ দিনে পুরুষতান্ত্রিক সমাজকে দারুণ বার্তা দিলেন ইন্ডিয়ান ক্রিকেট দলের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) । এক পুত্র এবং এক কন্যা সন্তানের বাবা সচিন লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে পাঠ দিয়ে বললেন, ছেলে মেয়ে সকলকেই সমান চোখে দেখা উচিৎ, কারোর প্রতিই যেন ভালোবাসার কমতি না হয়। আসলে পুত্র এবং কন্যা দুইজনেই যে সমান আদরের সেটাই ফের শেখালেন সচিন।
Love, care and opportunities for our girls and boys have to be equal at all times.
We have to remember that our children learn from us. Let’s set the right example and celebrate our girls & boys alike!#NationalGirlChildDay pic.twitter.com/TsXSEzB9eg
— Sachin Tendulkar (@sachin_rt) January 24, 2021
নিজের পুত্র এবং কন্যা অর্জুন এবং সারার সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে সচিন লিখলেন, “ভালোবাসা যত্ন সুযোগ ছেলে এবং মেয়ে যেন সমান ভাবে পায়।” সচিন আরও বলেন, “মনে রাখবেন আমাদের সন্তান আমাদের থেকেই শেখে, তাই তাদের কাছেও সঠিন দৃষ্টান্ত হয়ে উঠতে হবে। ”
যেখানে সারা দেশ জুড়েই লিঙ্গ বৈষম্য, পণ প্রথা, কন্যা ভ্রুণ হত্যার মত ঘটনা মাথা চারা দিয়ে উঠছে তখন সচিনের এই বার্তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে তার অসংখ্য অনুরাগী। প্রাক্তন অধিনায়কের প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধা উজাড় করে দিয়েছেন সকলেই।