প্রতিদিন টিভিতে রোজকার পছন্দের টিভি সিরিয়াল দেখা এখনকার সিরিয়ালপ্রেমী দর্শকদের রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন টিভির পর্দায় পছন্দের সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের প্রিয় চরিত্ররা কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠে। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সেই সিরিয়ালের অভিনেতা, অভিনেত্রীদের ভোলা যায় না কিছুতেই।
সটার জলসার এমনই একটি জনপ্রিয় সিরিয়াল ছিল ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapith Tarapith)। আজ থেকে প্রায় পাঁচ মাস আগেই টিভির পর্দায় শেষ হয়েছে এই সিরিয়াল। কিন্তু সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরে আজও দর্শকদের মনের মধ্যে উজ্জ্বল সাধক বামাক্ষ্যাপা এবং তারা মায়ের নানান লীলাখেলা। তাই ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার (Bamakhyapa) চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।
তবে শুধু ছোট পর্দার বামা হিসাবেই নয় অভিনেতা সব্যসাচীও কিন্তু দর্শকমহলে সমান জনপ্রিয়। বিশেষ করে প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ক্যান্সারের চিকিৎসার সময় তিনি যেভাবে তাঁর পাশে ছিলেন তা দেখার পর তার প্রতি অনুরাগীদের শ্রদ্ধা আরও দ্বিগুন বেড়ে গিয়েছে। সেই থেকে সকলেই পরিচয় পেয়েছেন অভিনেতার ইতিবাচক মানসিকতার।
কিন্তু হঠাৎ করেই টেলিপাড়ায় শোনা যাচ্ছে এই অত্যন্ত পজিটিভ চিন্তাধারার অধিকারী অভিনেতা সব্যসাচীর আত্মহত্যা (Suicide) করার গুঞ্জন (Rumour)। এপ্রসঙ্গে অভিনেতা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন তিনি বেশ কিছুদিন ধরেই নাকি অবসাদেভুগছিলেন। সে সময় এমনও অবস্থা গিয়েছে যে যখন তখন তার আত্মহত্যার কথা মাথায় ঘুরত। তবে এখন নাকি তিনি আবার জীবনমুখী হয়ে উঠেছেন।
অভিনেতা নিজে এর বেশি কিছু না জানালেও সূত্র মারফত পাওয়া গিয়েছে আসল খবর। আসলে সিরিয়ালের কাজ শেষ করে কিছুদিন ছুটি কাটিয়ে ইদানীগ ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। রাজদীপ গুপ্ত পরিচালিত এই ওয়েব সিরিজেই এমন একজন আত্মহত্যা প্রবণক এক বিবাহিত পুরুষের চরিত্রে অভিনয় করছেন। প্রসঙ্গত এই ওয়েব সিরিজেই সব্যসাচীর সাথেই দেখা যাবে ঐন্দ্রিলাকেও।