• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐন্দ্রিলার মৃত্যুশোক কাটিয়ে কাজে ফিরছেন সব্যসাচী, প্রকাশ্যে এল অভিনেতার নতুন সিরিয়ালের খবর

Published on:

Sabyasachi Chowdhury upcoming Mega Serial in Star Jalsha as Ramprasad

সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) মানেই ছোটপর্দার দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে একটাই ছবি তা হল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapith Tarapith) খ্যাত সাধক বামাক্ষ্যাপা (Bamakhyapa) সংক্ষেপে বামা। এই চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন সব্যসাচী। দুর্দান্ত অভিনয় প্রতিভার মধ্যে দিয়েই অল্প দিনে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা।

তবে শুধু অভিনেতা হিসেবেই নয় বাস্তব জীবনেও মানুষ হিসেবে সব্যসাচী বিশেষভাবে দাগ কেটেছে অসংখ্য মানুষের মনে। একটা সময় চর্চায় থেকেছে সব্যসাচীর ব্যক্তিগত জীবনও। কারণটা অবশ্যই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila Sharma)। গত মাসেই প্রয়াত হয়েছেন সব্যসাচীর এই কাছের মানুষ। তারপর থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এর মত সমস্ত সামাজিক মাধ্যম থেকেই নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন অভিনেতা।

Aindrila Sharma Sabyasachi Chowdhury

এমনকি এক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত কাজে ফেরার কোনো আপডেট নেই অভিনেতার। এরই মধ্যে টেলিপাড়ায় জোর গুঞ্জন স্টার জলসার আসন্ন ভক্তিমূলক সিরিয়াল (Upcoming Serial) ‘সাধক রামপ্রসাদ’ (Sadhak Ramprosad)-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে সব্যসাচীর কাছে। বাংলার জনপ্রিয় শাক্ত কবিও সাধক রামপ্রসাদ সেনের জীবনী অবলম্বনে তৈরি হতে চলেছেন এই ভক্তিমূলক সিরিয়াল। বাংলা ভাষায় মা কালীর উদ্দেশ্যে তাঁর রচিত ভক্তি মূলক গানগুলি আজও ‘রামপ্রসাদী গান’ নামেই জনপ্রিয়।

তাঁকে নিয়ে আজও বাস্তব এবং অলৌকিক নানান ধারণা প্রচলিত রয়েছে গ্রাম বাংলায়। তাই এক্ষেত্রে চ্যানেল এবং প্রযোজনা সংস্থা সুরিন্দার ফিল্মস উভয়েরই প্রথম পছন্দ সব্যসাচী। কিন্তু সবে একমাস হয়েছে প্রয়াত হয়েছেন ঐন্দ্রিলা। তাই প্রিয়জনকে হারানোর ক্ষত এখনো যথেষ্ট কাঁচা। তাই এখনই সব্যসাচী পর্দায় ফিরতে রাজি হবেন কিনা সেকথা বলা সম্ভব হচ্ছে না।

Sabyasachi Chowdury speaking

এরই মধ্যে সম্প্রতি ২০ শে ডিসেম্বর ঐন্দ্রিলার মৃত্যুর একমাস পূর্তির দিনে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সাথে। কেমন আছেন তিনি? কতটা সামলেছেন নিজেকে? অনুরাগীদের এমনই নানান প্রশ্নের উত্তরে নীরবতা ভেঙে সেদিন প্রথমবার মুখ খুলে ছিলেন অভিনেতা। এক কথায় সব্যসাচী জানিয়েছিলেন ‘আমি কিছুটা ঠিক আছি’। এর বেশি বাড়তি একটা শব্দও খরচ করেননি অভিনেতা। সেইসাথে সেদিন শুরুতেই তিনি জানিয়ে দিয়েছিলেন ঐন্দ্রিলাকে নিয়ে কোনো রকম মন্তব্য করতে চান না তিনি। তবে এই মুহূর্তে নতুন আপডেট পাওয়ার পর রামপ্রসাদের চরিত্রে সব্যসাচীকে দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥