দর্শকদের বিনোদনের জন্য হামেশাই নিত্য নতুন কাহিনী আসে টিভির পর্দায়। এমনই একটি ধারাবাহিক ‘রামপ্রসাদ’ (Ramprasad) এর কথা ঘোষণা করা হয়েছিল ষ্টার জলসায় (Star Jalsha)। ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মূল চরিত্রে অভিনয় করতে চলেছেন সকলের প্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। শুটিংয়ের কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। কিন্তু এপর্যন্ত সিরিয়ালের সম্প্রচারের সময় নিয়ে কোনো খবর মেলেনি।
যদিও শুধু রামপ্রসাদ নয় সাথে কমলা ও শ্রীমান পৃথ্বিরাজ সিরিয়ালেরও একই হাল। প্রোমো রিলিজ হয়েছে, শুটিং শুরু হয়েছে কিন্তু শুরুর দিনক্ষণ কিংবা টাইম স্লট আজ অজানা। কেন এমনটা হচ্ছে? এবার এই নিয়েই চিন্তা বাড়ছে নেটিজেনদের মনে।
আসলে ঐন্দ্রিলা শর্মা মারা যাওয়ার পর এটাই সব্যসাচীর প্রথম কাজ। ঐন্দ্রিলা চলে যাওয়ার পর নিজেকে একেবারেই সোশ্যাল মিডিয়া ও কাজের থেকে আলাদা করে নিয়েছিলেন তিনি। তবে মাসকয়েক যেতেই নতুন কাজের কথা প্রকাশ্যে আসে। দাড়ি কেটে একেবারে ক্লিন শেভ, মা কালী ভক্ত রামপ্রসাদ রূপে ধরা দেন সব্যসাচী। সেই থেকেই তাকে আবারও পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন হাজারো দর্শকেরা।
তবে কেন এখনও টাইম স্লট বা শুরুর দিন ঘোষণা করছে না চ্যানেল কর্তৃপক্ষ? এবার নেটিজেনদের এই প্রশ্নের উত্তর দিলেন খোদ অভিনেতা সব্যসাচী। শুটিং ও বাকি কাজ শুরু হলেও এখনও নাকি স্লট মেলেনি সিরিয়ালের। সেই কারণেই বর্তমানে পিছিয়ে গিয়েছে সম্প্রসার। অন্যভাবে বলতে গেলে বিশ বাওঁ জলে রামপ্রসাদ শুরু হওয়ার সম্ভাবনা।
শুধু তাই নয়, এরই মাঝে কেবল অপারেটর ও চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। নতুন করে চ্যানেলের দাম বাড়ানো হচ্ছে, এই অভিযোগে চ্যানেলের সম্প্রসার বন্ধ করেছেন অনেক কেবল অপারেটররাই। যার জেরে আরও অনিশ্চয়তা দেখা গিয়েছে রামপ্রসাদ শুরু হওয়া নিয়ে। এই সমস্যার সমাধান হলেই হয়তো ‘রামপ্রসাদ’ এর টাইম স্লট ঘোষণা করবে চ্যানেল।
প্রসঙ্গত, সব্যসাচী ছাড়াও নতুন ধারাবাহিকে সুষ্মিলি আচার্য ও পায়েল দে এদের মত অভিনেত্রীদের দেখা যাবে। মা কালির চরিত্রে অভিনয় করবেন পায়েল। এখন অপেক্ষা সম্প্রচারের দিনক্ষণ প্রকাশ্যে আসার।