সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) ওরফে পর্দার রামপ্রসাদকে (Ramprosad) এক ডাকে চেনে গোটা বাংলা। মাত্র দুদিন হয়েছে টিভির স্টার জলসার পর্দায় শুরু হয়েছে সব্যসাচী অভিনীত নতুন ধারাবাহিক রামপ্রসাদের (Ramprosad) সম্প্রচার। ইতিপূর্বে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বামা নামেই বেশি পরিচিত ছিলেন তিনি।
এরপর এই ধারাবাহিকের সম্প্রচার শেষ হওয়ার পর অভিনেতার ব্যক্তিগত জীবনের উপর দিয়ে এগিয়েছে অনেক ঝড় ঝাপটা। যদিও সেসব সামলেই আবারও লাইট-ক্যামেরায় অ্যাকশনের জগতে ফিরে এসেছেন তিনি। আর এবার সাধক বামাক্ষ্যাপার খোলস ছেড়ে সব্যসাচী ধরা দিয়েছেন রামপ্রসাদ চরিত্রে।
মা কালীর গান গেয়ে একসময় বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন সাধক কবি রামপ্রসাদ। তাঁর সেই কবিগান এবং মা কালীর সাধনা নিয়েই এবার শুরু হয়েছে সব্যসাচীর নতুন সিরিয়াল রামপ্রসাদ। ধারাবাহিকে মা কালির চরিত্রে করছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে এবং রামপ্রসাদের স্ত্রী সর্বানি চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সুষ্মিলি আচার্যকে।
সম্প্রতি ধারাবাহিক শুরু হওয়ার আগেই সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন অভিনেতা। যদিও আগেভাগেই জানানো হয়েছিল ব্যক্তিগত জীবন নিয়ে কোন প্রশ্নের উত্তর দেবেন না তিনি। তবে কাজ নিয়ে এদিন অভিনেতা জানিয়েছেন রামপ্রসাদের সাধানার সঙ্গীনি তথা স্ত্রী সর্বানীর মতোই সবার জীবনেই একজন সর্বানী থাকা প্রয়োজন।
সব্যসাচীর কথায় ‘প্রতিভা অনেকের মধ্যেই থাকে কিন্তু লাগামছাড়া ভাবের জন্য সেই প্রতিভা নষ্ট হয়ে যায়। তাই সবার জীবনেই একজন শর্বাণী থাকা দরকার, যে তোমার প্রতিভাকে বিকশিত করবে।’ এমনিতে বরাবরই এই অভিনেতা প্রচার বিমুখ থাকেন। আর এখন তো তিনি সোশ্যাল মিডিয়া থেকেও অনেক দূরে।
এদিন এক সাক্ষাৎকারে সব্যসাচী বলেছেন, ‘আমি বরাবর ইন্ট্রোভার্ট। সোশ্যাল মিডিয়াতে আমার কোনও পেজ কোনওদিন ছিল না। কোনও কোলাবোরেশন করিনি, কলেজ জীবনে বানানো একটা প্রোফাইল ছিল মাত্র। সেটায় লেখালিখি করতাম। সেখান থেকে টাকা উপায় করতে চাইনি। আজ অবধি ইন্ডাস্ট্রিতে যত কাজ পেয়েছি কোনওটাই প্রচার দিয়ে পাইনি। একটা কাজ করেছি সেটা দেখে লোকের ভালো লেগেছে, লোকে অন্য কাজ করতে ডেকেছে’।