• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর সাহায্য লাগবে না শঙ্কর ঘোষালের! কাজ দিয়ে সসম্মানে তাকে ইন্ডাস্ট্রিতে ফেরালেন সব্যসাচী

শঙ্কর ঘোষাল,সব্যসাচী চৌধুরী,ঐন্দ্রিলা শর্মা,Shankar Ghoshal,Sabyasachi Chowdhury,Oindrila sharma,mahapith tarapith,bamakhyapa,বামাক্ষ্যাপা,মহাপীঠ তারাপীঠ

সময় বড় অদ্ভুত জিনিস। কখনও ভালো তো কখনও মন্দ। সুসময় কাটানোর মুহূর্তে মানুষ বুঝতেই পারেন না কখন অজান্তেই তার দোরগোড়ায় এসে দাঁড়াবে দুর্দিন। ঠিক এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন টলিউডের দীর্ঘ ৫০ বছরের প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের (Shankar Ghoshal)।

‘প্রতিশোধ’ ছবিতে তিনি মহানায়ক উত্তমকুমারের সহ অভিনেতা ছিলেন। সত্য বন্দ্যোপাধ্যায়ের ‘নহবত’ নাটকে তিনি সুপারহিট ‘বরের পুরুত’! তবুও কাজের অভাবে সংসারে চলেছে অনটন, আর তাইই রাস্তায় দাঁড়িয়ে হাত পাততে হয়েছে অভিনেতাকে,হাতি বাগানের রাস্তায় ভিক্ষা পর্যন্ত করতে দেখা গেছে তাকে।

shankar ghoshal oindrila sharma

এই খবর কিছুদিন আগেই নেটমাধ্যমে চাউর হয়ে যায়। ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা এবং তার প্রেমিক সব‍্যসাচী চৌধুরীর দৌলতে। প্রবীন অভিনেতার অনুমতি নিয়েই তার আর্থিক দুরাবস্থার কথা নেটমাধ্যমে জানিয়েছিলেন ‘বামাক্ষ্যাপা’ খ্যাত সব্যসাচী। নেটনাগরিকদের কাছে অভিনেতার জন্য সাহায্যও চেয়েছিলেন তিনি। আর তার এবং ঐন্দ্রিলার এই কাতর আর্তিকে ফিরিয়ে দেননি নেটবাসী, সেই রাতেই শঙ্কর বাবুর অ্যাকাউন্টে ঢুকেছিল ৪০ হাজার টাকা।

তবে এককালীন টাকা দেওয়াটা তো আর স্থায়ী সমাধান হতে পারেনা, তাইই ইন্ডাস্ট্রির দুয়ারে দুয়ারে শঙ্কর ঘোষালের জন্য কাজ চেয়ে ঘুরছিলেন সব্যসাচী। তবে তার এই চেষ্টা বিফলে যায়নি। জানা যাচ্ছে, বামাক্ষ্যাপার সেটেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ মিলেছে অভিনেতার। অসহায় প্রবীণ অভিনেতার একটা হিল্লে করে দিতে পেরে স্বস্তিতে সব্যসাচীও৷ এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, উনি কাজে ফিরেছেন, এরচেয়ে স্বস্তির আর কী হতে পারে!’ উল্লেখ্য শংকর ঘোষালকে এবার থেকে “সাধক বামাক্ষ্যাপা” ধারাবাহিকে পুরোহিতের চরিত্রে দেখা যাবে।

বিঃ দ্রঃ ভালো কাজ সকলের কাছে তুলে ধরাটাই আমাদের লক্ষ্য, কোন ব্যক্তিকে অপমান করার কোন উদ্দ্যেশই আমাদের নেই, এই ভুল অনিচ্ছাকৃত, শঙ্কর বাবুর প্রতি আমাদের শ্রদ্ধা রইল। শঙ্কর বাবু এবং সব্যসাচী বাবু উভয়ের কাছেই আমরা ক্ষমাপ্রার্থী, এই খবরের টাইটেল প্রথম দিনেই পরিবর্তন করে দেওয়া হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥