• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের সামনে রামপ্রসাদের আর্তনাদ বামার কথা মনে করায়! সব্যসাচীর অভিনয়ে মুগ্ধ দর্শক

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে ভক্তিমূলক সিরিয়ালের চাহিদা রয়েছে বরাবরই। আর সম্প্রতি তেমনই স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ভক্তিমূলক সিরিয়াল হল সাধক কবি রামপ্রসাদের জীবন কাহিনী নিয়ে তৈরি ‘রামপ্রসাদ’ (Ramprosad)। ধারাবাহিকে রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।

এর আগে এই একই চ্যানেলেরই অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ‘মহাপীঠ তারাপীঠ’-এ বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। দর্শকমহলে বামাক্ষ্যাপার চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকদের কাছে একসময় সব্যসাচী বামা নামেই অধিক পরিচিত ছিলেন। রামপ্রসাদ সিরিয়ালেও সব্যসাচীর অভিনয় প্রতিনিয়ত মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,সব্যসাচী চৌধুরী,Sabyasachi Chowdhury,রামপ্রসাদ,Ramprosad,বামাক্ষ্যাপা,Bamakhyapa,সুন্দর অভিনয়,Beautiful Acting,বিপরীত চরিত্র,Oporsite Character,দর্শক,Audience,প্রশংসা,Praise

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন রামপ্রসাদ স্বভাবে খুবই ধীর,স্থির,শান্ত-শিষ্ঠ স্বভাবের। গানের মাধ্যমেই  সে মা কালীর পুজো দেয়। সংসারে থেকেই মা কালীর সাধনা করে সে। অন্যদিকে বামাক্ষ্যাপা ছিল সংসার ত্যাগী প্রচন্ড আগ্রাসী একজন সাধক। সেও ছিল মা কালীর এক ক্ষ্যাপা ছেলে। পরপর দুটি এমন ভক্তিমূলক সিরিয়ালে দুটো ভিন্ন ধর্মী চরিত্রকে এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলায় সব্যসাচীর প্রশংসায় পঞ্চমুখ দর্শক।

সম্প্রতি সিরিয়ালের একটি পর্বের সব্যসাচীর অভিনয় দেখে দর্শকরা তার মধ্যে দিয়ে ফিরে পেয়েছিলেন পুরনো সেই বামাকে যা দেখে তার প্রশংসায় সোশ্যাল মিডিয়া এক অনুরাগী লিখেছেন ‘একই মানুষের সৃষ্টি দুটি ভিন্ন সাধকের চরিত্র। মায়ের সামনে রামপ্রসাদের এই আর্তনাদ বামার কথা মনে করিয়ে দেয়। দুটো চরিত্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। রামপ্রসাদ অনেক গোছানো, ধীর, স্থির, সংসারী, সংযত। সে শুধু তার গানের মধ্যে দিয়েই মা কে পুজো দেয়, তার আরাধনায় মগ্ন থাকে।’

Sabyasachi Chowdhury upcoming Mega Serial in Star Jalsha as Ramprasad

সেইসাথে ওই অনুরাগীর আরও সংযোজন ‘নিজের আবেগ, অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা সবটা গানের পদ রচনার মধ্যে দিয়ে মায়ের চরণে অর্পণ করে। আর বামা ছিল অগোছালো। তার মধ্যে ছিল মা কে ঘিরে এক তীব্র উত্তেজনা, একটা পাগলামী, একটা ছেলে মানুষী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সব্যসাচী চৌধুরী,Sabyasachi Chowdhury,রামপ্রসাদ,Ramprosad,বামাক্ষ্যাপা,Bamakhyapa,সুন্দর অভিনয়,Beautiful Acting,বিপরীত চরিত্র,Oporsite Character,দর্শক,Audience,প্রশংসা,Praise

ঠিক যেমন সন্তানরা মায়ের কাছে করে,কখনো মায়ের ওপর অভিমান করতো, কখনো রাগ করতো আবার কখনো মায়ের কাছে যেতে ব্যাকুল হয়ে পড়তো। তবুও উত্তেজিত অবস্থায় রামপ্রসাদ যতবার মায়ের কাছে ছুটে গেছে ততবারই সেই বামার কথা মনে করিয়ে দিয়েছে।

site