ফুসফুসে থাবা বসিয়েছিল মারণ রোগ ক্যান্সার। কিন্তু অভিনেত্রীর আদম্য ইচ্ছাশক্তি আর অফুরন্ত মনের জোরের সামনে শেষমেশ হার মেনে ছিল সেই মারণ রোগও। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে সকলের প্রিয় ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) প্রসঙ্গে। হাসপাতালের বেডে শুয়ে শুয়েই ক্যান্সারের সাথে কঠিন লড়াই শেষে গত বছরের ডিসেম্বরেই হাসিমুখে জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন ঐন্দ্রিলা।
তবে সেই চরম দুশ্চিন্তার দিন গুলোতে ঐন্দ্রিলার পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর সমস্ত শক্তির উৎস ছিলেন তাঁর জীবনের প্রিয় মানুষটি, অর্থাৎ টেলিভিশন জগতের বামা অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। ঐন্দ্রিলার একের পর এক জটিল অস্ত্রোপচার, থেকে শুরু করে কেমোথেরাপি গোটা সময়টায় তিনি এক মুহুর্তের জন্যও হাত ছাড়েননি ঐন্দ্রিলার।
অভিনেত্রী বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যক্টিভ। তাই জীবনের ছোট মুহুর্ত গুলি তিনি যেভাবে চুটিয়ে উপভোগ করেন সেই ছবি মাঝেমধ্যেই শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়। শেয়ার করেন প্রেমিক সব্যসাচীর সাথে কাটানো নানান মিষ্টি মুহুর্তও। সপ্তাহের একেবারে শুরতেই অর্থাৎ সোমবার এমনই একটি মিষ্টি মধুর ছবি শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা।
সেখানে দেখা আপাদমস্তক টম বয় ঐন্দ্রিলা সটান কোলে তুলে নিয়েছেন পর্দার ‘বামদেব’কে। ঘটনার আকস্মিকতায় তিনি কতটা চমকে গিয়েছেন তা ধরা পড়েছে অভিনেতার চোখ মুখের এক্সপ্রেশনেই। ছবিতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার পরনে রয়েছে জিন্সের হট প্যান্ট আর হলুদ টিশার্ট,পায়ে স্পোর্টস শুরু। ঘাড়ের কাছে একঝাঁক কোঁকড়ানো চুল। আর পর্দার বামদেব পরেছেন সাদা টিশার্ট আর কালো ট্রাক প্যান্ট।
সব্যসাচীকে দুহাতে জড়িয়ে কোলে তুলে নিয়ে ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন ‘দেখো আমি কত শক্তিশালি!’ পাশে মাসল দেখানোর ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। প্রেমিকার কোলে চেপে কেমন লাগল পর্দার বামার? জোরালো হাসিতে সব্যসাচীর উত্তর ‘‘আমি ওর এই হাবে ভাবে ভয়ই পাই। সে সব ঐন্দ্রিলা থোড়াই পাত্তা দেয়। ও ওর মতোই সারা ক্ষণ আনন্দে মেতে থাকে। মাঝে মাঝে আমাকেও তাল মেলাতে হয়।’’