• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পোস্তর দামে হাত পুড়ছে? চিন্তা নেই, বানিয়ে ফেলুন সুস্বাদু মুচমুচে সাবুর বড়া!

সাবুর বড়া,পোস্ত বড়া,বাংলা রেসিপি,রেসিপি,বড়া,sabur bora,posto bora,Bengali recipe

বাঙালি মানেই খাদ্য রসিক এই কথাটা আর আলাদা করে বলার মতন কিছুই নেই। বাঙালি মানে খাবারের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকেই। আর তাছাড়া বাঙালিদের রান্নার বিভিন্নতারও শেষ নেই। এই যেমন সাবুর বড়া। শুনে খুবই সাধারণ মনে হলেও বাঙালিদের দুপুরের পাতে গরম ভাতের সাথে কিন্তু দারুণ মানায় এই সাবুর বড়া। মুচমুচে সাবুর বড়া পাতে পড়লে গন্ধ আর স্বাদে পেটের পাশাপাশি মনও ভরে যায়।

আসলে সাবুর বড়া বানানো খুবই সহজ একটা রেসিপি। আর খুব কম সময়ের মধ্যেই এই সাবুর বড়া তৈরী হয়ে যায়। তাই কম সময়ে যদি মুচমুচে কিছু খেতে ইচ্ছা করে তাহলে সাবুর বড়া বানিয়ে নেওয়া যেতেই পারে। আজ আপনাদের এই সাবুর বড়া বানানোর রেসিপিই বলবো। তাহলে আর দেরি কিসের ঝটপট দেখে নেওয়া যাক। পোস্তর বড়া খেতেও দারুণ লাগে কিন্তু পোস্তর যা দাম তার থেকে সাবু দিয়েই কাজ চালানো যেতে পারে।

সাবুর বড়া বানানোর উপকরণ –

সাবুর বড়া,পোস্ত বড়া,বাংলা রেসিপি,রেসিপি,বড়া,sabur bora,posto bora,Bengali recipe

সাবু- ২০০ গ্রাম
সেদ্ধ আলু- ৪ টি ( বড় মাপের)
বাদাম গুড়ো- ৪ চামচ
ধনে পাতা- ২ চামচ ( কুচনো)
কাঁচা লঙ্কা
নুন

সাবুর বড়া বানানোর পদ্ধতি –

সাবুর বড়া,পোস্ত বড়া,বাংলা রেসিপি,রেসিপি,বড়া,sabur bora,posto bora,Bengali recipe

সাবু দানা ভালো করে ধুয়ে নিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার সাবু দানার সঙ্গে বাকি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ছোট ছোট বলের আকারে গড়ে ফেলুন। হয়ে গেলে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। ভাজার সময় এপিঠ ওপিঠ করে ভাজতে হবে, যাতে দুই দিক সমান ভাবে ভাজা হয়।
গরম গরম সসের সঙ্গে অথবা দুপুরে ভাত ডালের সঙ্গে পরিবেশন করুন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥