• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নকল করেই ফেমাস হওয়ার তাল! ‘কাঁচা বাদাম’ স্টাইলে গেয়েই, ভাইরাল সবজি দাদু থেকে ওষুধ বিক্রেতা

Published on:

Viral Video,Bhuban Badyakar,Sabji Dadu Kobita Video,ভাইরাল ভিডিও,সবজি দাদুর কবিতা,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,ওষুধ বিক্রেতার গান,

Viral Video : আমাদের চারপাশে এমন অনেক প্রতিভা আছেন যারা সময়ের অভাবে বা সঠিক সুযোগের অভাবে হারিয়ে যান কোনো অজানায়। কেউ কেউ নিজের সুপ্ত প্রতিভাকে প্রকাশ করার সুযোগই পাননা। তো আবার কেউ প্রতিভা সঠিক জায়গায় নিয়ে গিয়ে পৌঁছতে পারেননা। কতশত প্রতিভা আমাদের আশেপাশেই লুকিয়ে থাকে শুধুই খুঁজে নেওয়ার অপেক্ষায়। একটা ছোট চারাগাছকে যেমন যত্ন করে বড়ো করে তুলতে হয়। তেমনই একজনের প্রতিভাকেও যত্ন করে লালন করলে তা একদিন অনেক বড়ো কিছু পাইয়ে দেয়।

আর এমন কিছু মানুষও আছেন যাদের জন্য সেই প্রতিভাবান মানুষগুলো মুহূর্তে সকলের কাছে পৌঁছে যেতে পারছে। আর তাদের অনেকেই জনপ্রিয়তা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে জনপ্রিয়তার শিখরে একজন সাধারণ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বাদাম বিক্রি করতে গিয়ে তার গলায় গেয়ে ওঠা ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান আজ তাকে মাটি থেকে তুলে রাজপ্রাসাদে পৌঁছে দিয়েছে।

Viral Video,Bhuban Badyakar,Sabji Dadu Kobita Video,ভাইরাল ভিডিও,সবজি দাদুর কবিতা,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,ওষুধ বিক্রেতার গান

এর আগে রানাঘাট স্টেশনের সেই ভিখারিনী রানু মণ্ডল তিনিও জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু নিজের কারণেই তিনি সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। তবে এখনও কিছু ইউটিউবার ছুটে যান রানাঘাটের সেই রানু মন্ডলের খোঁজ নিতে। তিনি কেমন আছেন বা তার পরিস্থিতি বর্তমানে কিরকম। তবে রানু মন্ডল নিজের জনপ্রিয়তা রাখতে না পারলেও ভুবন বাদ্যকর পেরেছেন। তার গান একসময় বিদেশের মাটিতেও সকলকে নাচিয়ে তুলেছিল।

ভুবন বাদ্যকরের এই জনপ্রিয়তা আরও কিছু মানুষকে প্রেরণা জুগিয়েছে। তারাও সাহস করে নিজের জীবিকার সাথে বেছে নিয়েছেন নিজের শখটিকেও। সময় যতই কঠিন হোক হাসি মুখে সব কিছুই বড়ো সহজ হয়ে ওঠে তাইনা। আজ ভুবন বাদ্যকরের পথ অনুসরণ করে সব্জি বিক্রেতা থেকে মাছ বিক্রেতা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছেন। যেমন, সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও ভাইরাল হয়েছে।

একজন আয়ুর্বেদিক ঔষধ বিক্রেতা ও একজন সব্জি বিক্রেতা বিক্রির স্বার্থে ভুবন বাদ্যকরের পথ অনুসরণ করেছেন। ওই ঔষধ বিক্রেতা পেশায় একজন রাজমিস্ত্রি তার পাশাপাশি তিনি বাড়তি রোজগার হিসাবে আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করেন নিজের মোটরবাইকে ঘুরে। তিনি শুধু ঔষধ বিক্রিই করেননা তার বাইকে একটি মিউজিক সিস্টেম রাখা থাকে। ওই ব্যক্তির নাম নবী শেখ। নবী নিজের গলায় ক্রেতাদের গানও শুনিয়ে থাকেন। তার এই গান গেয়ে ওষুধ বিক্রি করারভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

 

এছাড়াও, এক প্রত্যন্ত গ্রামের এক বৃদ্ধ সব্জি বিক্রেতাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন নিজের অভিনব সব্জি বিক্রির কায়দার জন্য। তবে তিনি গান নয় বরং কবিতা বানিয়ে মানুষকে শোনাচ্ছেন আর সব্জির ঝুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেই সব্জি বিক্রেতার নাম পরিচয় কিছুই জানা যায়নি আপাতত। তবে সেই সব্জি বিক্রেতার ছড়ার ছন্দ মানুষের বেশ পছন্দ হয়েছে। ওই ব্যক্তির কবিতাও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥