‘মহানায়ক’ (Mahanayak) শব্দটা শুনলে সবার প্রথমেই যে নামটা বাঙালি মনে উঠে আসে সেটা উত্তম কুমার (Uttam Kumar)। তবে নব্বইয়ের দশকের থেকে একবিংশ শতাব্দীর আজকের দিনের সময়টা অনেকটাই আলাদা। সময়ের সাথে সাথে বিনোদনের ধরণের পাশাপাশি পাল্টেছে দর্শকদের পছন্দও। সম্প্রতি ‘মহানায়ক’ সন্মান পেয়েছেন টলিউডের দুই তারকা। তবে বাঙালির মননে আজও মহানায়ক একজনই রয়ে গিয়েছেন। বিগত ৩রা সেপ্টেম্বর ছিল উত্তম কুমারের ৯৬ তম জন্ম বার্ষিকী।
এবছরেই রাজ্য সরকারের তরফ থেকে ‘মহানায়ক’ পুরস্কার দেওয়া হয়েছে। জুলাই মাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মহানায়ক সম্মানে সম্মানিত হয়েছেন টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। উত্তম কুমার পরবর্তীকালে তার সম্মানেই এই সন্মান দেওয়া হয়। তবে, এসবের কিছুই জানেন না উত্তম কুমারের সাথে কাজ করা বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)।
উত্তম কুমারের নায়িকা হিসাবে একাধিক ছবিতে কাজ করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। বড় কাছে মানুষ ছিলেন মহানায়কের। এমনকি টলিপাড়ায় এমন গুঞ্জনও রয়েছে যে উত্তম কুমারকে ভালোবেসেই নাকি আজীবন অবিবাহিত রয়ে গিয়েছেন। এবছর উত্তম কুমারের জন্মবার্ষিকীতে অভিনেত্রীকে জানানো হয় এবছরের মহানায়ক সম্মানের কথা। সব শুনে রীতিমত আকাশ থেকে পড়েন তিনি।
এধরণের কোনো সন্মান যে দেওয়া হচ্ছে সেটা এর আগে জানতেনই না তিনি। তাছাড়া সোহম ও নুসরতকে সন্মান দেওয়া হয়েছে জানার পরেও বেশ অবাক হতে দেখ যায় তাঁকে। সব শুনে সাবিত্রী চট্টোপাধ্যায় জানান, এসব খবরের কোনো প্রতিক্রিয়া দেওয়া যায় না। এর কারণ এখানে জ্ঞানের পরিচয় দিয়ে কোনো লাভ হয় না।
অভিনেত্রীর মতে, মহানায়ক উত্তম কুমারের জায়গা আজ অবধি কেউ নিতে পারেননি। অবশ্য তাঁর অবর্তমানে কি হবে সেটা তিনি বলতে পারবেন না। বোঝাই যাচ্ছে ‘মহানায়ক’ অ্যাওয়ার্ড নিয়ে বেশ কিছুটা চিন্তিত তিনি! তবে এর আগে টলিউডের বর্তমান অবস্থা সম্পর্কেও প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছ থেকে।
সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছে বর্তমানে নেটপাড়ায় ‘বাংলা ছবিকে বাঁচান, বাংলা সিনেমার পাশে দাঁড়ান’ প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হয়। যার উত্তরে অভিনেত্রী বলেন, উত্তম কুমারের সময়ে এসব কোনোদিনও এমন কিছু বলতে লাগেনি। দর্শকেরা পাশে ছিলেন সিনেমা এমনিই হিট হত। এখন অনেক নতুন কিছু দেখা যাচ্ছে ইন্ডাট্রিতে।