বর্তমানে বলিউডের (Bollywood) নব নায়িকাদের তালিকায় বেশ উপরের দিকেই রয়েছেন সইফ আলী খান (Saif Ali Khan) ও তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের (Amrita Singh) কন্যা সারা আলী খান (Sara Ali Khan)। বর্তমানে করিনা কাপুর খানের (Karina Kapoor Khan) সঙ্গে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন সইফ। দুই পুত্রসন্তান তৈমুর (Taimoor) ও জেহকে (Jeh) নিয়ে তাঁদের সুখী পরিবার।
২০২০ সালে ইমতিয়াজ আলীর (Imtiaz Ali) ‘লাভ আজ কাল’ (Love Aaj Kal) ছবিতে কার্তিক আরিয়ানের (Kartik Aryan) বিপরীতে শেষ রুপোলি পর্দায় দেখা যায় সারাকে। আগামীতে অক্ষয় কুমার (Akshay Kumar) ও দক্ষিণী তারকা ধনুষের (Dhanush) সঙ্গে ‘আতরঙ্গী রে’ (Atrangi Re) ছবিতে দেখা যাবে সারাকে। যদিও তার আগেই একটু অন্যভাবে নেটিজেনমহলে ধরা দিলেন সারা, তাও তাঁর পিসি সাবা পতৌদির (Saba Pataudi) দৌলতে!
গত শুক্রবার ইনস্টাগ্রামে (Instagram) ভাগ্নী সারার সঙ্গে একটি অতি পুরনো ছবি শেয়ার করেন সাবা। যদিও পরবর্তীতে সেই ছবি সারার অন্যান্য ফ্যানপেজ একরকম ‘চুরি’ করে নিয়েই পোস্ট করতে থাকে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। স্বভাবতই এতে বেশ বিরক্ত হয়ে সাবা প্রতিজ্ঞা করেন যে তিনি সারার ছোটবেলার আর কোনো ছবি কোনোদিন পোস্ট করবেন না। পাশাপাশি সেইসকল পেজকে এই ছবি সরিয়ে নেওয়ার আর্জিও জানান সারার পিসি।
যদিও মাত্র দু’দিনের মধ্যেই প্রতিজ্ঞা ভেঙে ফেললেন সাবা। ইন্সটা মঞ্চে সারার ছোটবেলার একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, একটি আরামকেদারায় সাদা টি-শার্ট পরিহিতা সাবার কোলে বসে রয়েছেন ছোট্ট সারা। সারার পরনেও সাদা টি-শার্ট। সাবার নজর সোজা ক্যামেরার লেন্সের দিকে থাকলেও সারার মন যে সামনে রাখা বৃহৎ টেডিবিয়ারের দিকে, তা স্পষ্ট ছবি থেকেই।
সারার পাশাপাশি সইফ পুত্র ইব্রাহিমকে ‘ইগ্গি পটার’ (Iggy Potter) বলে সম্বোধন করে তার সঙ্গেও ছবি পোস্ট করেন সাবা। পরবর্তীতে যে সারা-ইব্রাহিমদের ছোটবেলার আরও ছবি ইন্সটাগ্রামে পোস্ট করতে চলেছেন সাবা, তার ইঙ্গিত মিলেছে ছবির শীর্ষকেই।