দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আর আর আর (RRR)’ সিনেমা হলে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রেকর্ড গড়েছে। এখনো পর্যন্ত প্রায় ৮০০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। মুখ্য চরিত্রে অভিনয়কারী দুই অভিনেতা রাম চরণ (Ram Charan) ও এন.টি. রামা রাও জুনিয়র (N.T.Rama Rao Jr.) এর অসাধারণ অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। পর্দায় দুই চরিত্রের জুটিকে খুব সুন্দর ও মজবুত করে দর্শকের সামনে পেশ করেছেন ছবির পরিচালক এস এস রাজামৌলি।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে দর্শকের কাছে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, ছবি সম্বন্ধিত ছোট ছোট খবরও দর্শকদের মাঝে ভাইরাল হয়ে পড়ছে। জনপ্রিয়তার কারণে ছবির কিছু বিশেষ টুকরো তথ্যও উঠে এসেছে সকলের সামনে। ‘আর আর আর (RRR)’ ছবিতে অভিনয় ইন্ডাস্ট্রিতে এন.টি. রামা রাও জুনিয়রের নতুন পরিচয় তৈরী করে দিয়েছে। এই অভিনেতা এখন বড়ো বড়ো পরিচালকদের পছন্দের তালিকায় প্রথম সারিতে স্থান পেয়ে গেছেন।
খবর সূত্রে জানা গেছে, এই ছবিটি তৈরী করতে পরিচালক এস এস রাজামৌলীর (S.S. Rajamouli) ৫ বছর সময় লেগেছে। তবে দীর্ঘ সময় ধরে তৈরী এই ছবি মুক্তি পেয়েই বক্স অফিস কাঁপিয়ে চরম সাফল্য অর্জন করেছে। ছবির কাস্টিং ঘিরেও বেশ কিছু তথ্য সামনে এসেছে। ছবির পরিচালক তথা লেখক এস এস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ (K.V. Vijayendra Prasad) এই ছবির কাস্টিং সিলেকশন নিয়ে বড়ো তথ্য সামনে এনেছেন মিডিয়ার।
কেভি বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছেন এই ছবিতে অভিনয়ের জন্য প্রথমেই অভিনেতা রাম চরণের সিলেকশন করা হয়নি প্রথমে এই ছবির দুটি চরিত্রের মধ্যে যেকোনো একটি চরিত্রের জন্য ভাবা হয়েছিল দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ এর কথা। তবে পরবর্তীকালে এই অভিনেতার অপরদিকে অভিনয় করার মতো কোনো অভিনেতাকেই সমতুল্য পাননি তারা তাই বাধ্য হয়ে অভিনেতা পবন কল্যাণ (Pawan Kalyan)কে এই ছবিতে সাইন করা হয়নি।
সূত্রে আরও জানা যায়, অভিনেতা রাম চরণের কাছে এই ছবির প্রস্তাব রাখলে তিনি প্রথমে এই ছবি করতে চাননি। যদিও তিনি একেবারেই প্রস্তাবটি নাকোচ করে দেননি। তিনি সময় চেয়ে নিয়েছিলেন নিজের সিদ্ধান্ত জানানোর জন্য। অভিনেতা রাম চরণ ছবির প্রস্তাবের কথা তার বাবা অভিনেতা চিরঞ্জীবীর (Chiranjeevi) সাথে আলোচনা করলে চিরঞ্জীবী তাকে ছবিটির প্রস্তাব গ্রহণ করতে বলেন আর অভিনেতা এই ছবিতে সাইন করতে রাজি হন।