• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘হু ইজ অরিজিৎ ম্যান?’ ভালবাসা জানাতে গিয়ে চরম বিপদে রূপঙ্কর বাগচী

গান শোনেন অথচ অরিজিৎ সিং (Arijit Singh) এই নামটার সাথে পরিচিত নয় এমন মানুষ ভারতবর্ষে খুঁজে পাওয়া দায়! যেমন সুন্দর গানের গলা তেমনি তার ব্যবহার। সেলেব্রিটি হয়েও একেবারেই মাটির মানুষ, তাঁর মত বিনম্র মানুষ বর্তমান সময়ে দাঁড়িয়ে খুঁজে পাওয়া দায়। এদিকে আরও এক বাঙালি গায়কের সাথে সকলেই পরিচিত, তিনি হলেই জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)।

সম্প্রতি নিজের ফেসবুকের ডিপি পাল্টেছেন অরিজিৎ সিং। ২০২১ সালে মঞ্চে মাথা ঠেকিয়ে প্রণাম করেছিলেন। সেই ছবিতে ১০ লক্ষেরও বেশি মানুষ ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন। হাজারো কমেন্ট আর লক্ষ লক্ষ লাভ রিয়েক্ট রয়েছে সেই ছবিতে। তবে এবার সেই ছবিই পুনরায় ডিপি হতেই রিঅ্যাকশন সহ কমেন্ট করলেন রূপঙ্কর বাগচী।

   

Rupankar Bagchi comments on Arijit Singh Photo gets trolled

অরিজিতের ছবিতে লাভ রিঅ্যাকশন দিয়ে রূপঙ্কর বাগচী কমেন্ট করেছেন, ‘ভালোবাসা নিও’। ব্যাস তাতেই কেলেঙ্কারি কান্ড! মুহূর্তের মধ্যে অরিজিৎ অনুরাগীর ঝাঁপিয়ে পড়েছেন সেই কমেন্টের বিরুদ্ধে। নেটিজেনদের একজন পুরোনো ঘটনার প্রসঙ্গে কটাক্ষ করে লিখেছেন, ‘হু ইজ় অরিজিৎ সিংহ ম্যান?’

Rupankar Bagchi comments on Arijit Singh Photo gets trolled

এখানেই শেষ নয়, কেউ লিখেছেন, ‘ওকে নিয়েও হীনম্মন্যতায় ভুগছেন?’ তো কেউ লিখেছেন, ‘না আপনি ওর উপর নজর দেবেননা। ওনাকে বাঁচতে দিন। কে কে স্যারের উপর আপনার আক্রোশ আমরা এখনো ভুলিনি।’ আবার কারোর কটাক্ষ, কাকে দিচ্ছেন ভালোবাসা??? উনি কে ? কে অরিজিৎ ম্যান??? আপনি শুধু ম্যান ই না,আপনি মহাম্যান’।

সময় যত পেরোচ্ছে, ততই বাড়ছে এমন কটাক্ষ করে কমেন্টের সংখ্যা। আসলে অতীতে বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে কে নিয়ে করা মন্তব্য আজ ভোলেনি কেউই। কেকে’র উদ্দেশ্যে রূপঙ্কর জানিয়েছিলেন, ‘হু ইজ় কেকে!’ এরপরেই কলকাতার বুকে লাইভ অনুষ্ঠান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ও প্রয়াত হন গায়ক কেকে। মুহূর্তের মধ্যেই গোটা নেটপাড়ার ক্ষোভ গিয়ে পড়েছিল রূপঙ্কর বাগচীর উপর।

একজন গায়ক হয়েও কিভাবে আরেকজনের প্রতি এমন অসম্মান করতে পারেন তিনি? এই অভিযোগ উঠেছিল নেটিজেনদের তরফে। এরপর বেশ কিছুদিন দুঃস্বপ্নের মত কেটেছিল গায়কের। পরে এই বিষয়ে ক্ষমা চান, ও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরেন। কিন্তু বর্তমানে অরিজিৎ সিংয়ের কমেন্ট বক্সে কমেন্ট করতেই আবারও সেই স্মৃতি ফিরে এল।