টলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহল নিয়ে প্রায়দিনই কিছু না কিছু নিয়ে আলোচনা চলছে। প্রতিভা থাকা সত্ত্বেও মিলছে না কাজ। শিল্পী হয়েও দরজায় দরজায় ঘুরতে হচ্ছে কাজের জন্য আয়ের জন্য। এবার এমনই ভয়ংকর বাস্তবের সাথে পরিচয় করাতে চলেছেন বিখ্যাত গায়ক রূপঙ্কর বাগচী। আসলে বর্তমান পরিস্থিতিতে কাজের অবস্থা খুবই খারাপ। প্রযোজকদের কাছে বারবার ঘুরলেও কাজের খোঁজ মেলেনা। বরং বারংবার কাজের খোঁজ করতে গিয়ে অনেক সময় অপমানিত হতে হয় শিল্পীদের।
অবাক হচ্ছেন? আগেই বলেছি টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বহু অভিযোগ উঠেছে সময়ে সময়ে। অনেক শিল্পীরাই নিজেদের যোগ্য সন্মান বা কাজ না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। এবার এমনই এক অভিজ্ঞতাকে গল্পের আকারে শোনাতে চলেছেন রূপঙ্কর বাগচী। তবে রূপঙ্করের জীবনে এমনটা ঠিক হয়নি, হয়েছে দেবশঙ্কর নামের চরিত্রের সাথে। যে চরিত্রে তাকেই দেখা যাবে।
হ্যাঁ ঠিকই দেখছেন, গায়ক রূপঙ্কর বাগচী এবার অভিনেতা হিসাবে তুলে ধরবেন এক শিল্পীর জীবনের কাহিনী। নিজের আসন্ন নাটকের মাধ্যেমেই এক শিল্পীর জীবনের কাহিনীকে রূপায়িত করবেন দর্শকদের সামনে। বোঝানোর চেষ্টা করবেন একজন শিল্পীর জীবন কতটা কঠিন হতে পারে বাস্তব জীবনে।
গল্পের কাহিনী অনুযায়ীরূপঙ্কর বাগচী একজন নাট্যকর্মী যার নাম দেবশঙ্কর। সিনেমায় বা সিরিয়ালে একটা কাজের সুযোগ পাওয়ার জন্য প্রযোজকদের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। কিন্তু প্রযোজক থেকে শুরু করে তাঁরই সহকারীরা তাকে অপমানিত করছেন ফিরিয়ে দিচ্ছে। অভিনয়ের জগতে এমন অনেক শিল্পী রয়েছেন যারা এই ছবির সাথে নিজেকে তুলনা করতে পারবেন। এবার তাদের জীবনের কাহিনীই তুলে ধরা হবে দর্শকদের কাছে।
আরও পড়ুনঃ কীর্তনের নাম অশ্লীল নাচ! মহিলাদের এই নাচের ভিডিও প্রকাশ্য আসতেই তীব্র প্রতিবাদ নেটিজেনদের
আসলে গানের পাশাপাশি বহুদিন যাবৎ নাটকের সাথেও যুক্তি রয়েছেন রূপঙ্কর বাগচী। তাই ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে তাঁর দেখা মিলেছিল একবার। তবে টাকার জন্য নয় অভিনয়ের স্বার্থেই নাটকের কাজ করেন তিনি। অভিনেতা সাংবাদিকদের সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বহুদিন ধরেই নাটকের সাথে যুক্ত রয়েছি আমি। পয়সা রোজগারের জন্য নাটকে অভিনয় করি না। বরং এটা করতে গিয়ে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে হয় আমাকে। তবু চালিয়ে যাব, কারণ এটা আমার ভালোবাসার জায়গা’।
কবে দেখা শিল্পীদের জীবনকাহিনী ফুটিয়ে তোলা এই নাটক? এর উত্তরে জানা যাচ্ছে, আগামী ২০ই মার্চ নিরঞ্জন সদনে কৃষ্টিপটুয়ার উদ্যোগে আসতে চলেছে নতুন নাটক ‘চাঁদমারি’। ইতিমধ্যেই শেষ মুহূর্তের জন্য প্রস্তুতি পূর্ব চলছে জোরকদমে।