• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনেক চেষ্টা করেও মা বাবা হতে পারিনি, শেষে দত্তক নিলাম! জিতের সামনে কান্নায় ভেঙে পড়লেন সস্ত্রীক রূপঙ্কর

ইস্মার্ট জোরি,Jeet,জিৎ,Rupankar Bagchi,রূপঙ্কর বাগচী,Chaitali Lahiri,চৈতালি লাহিড়ী

বাংলা সিনেমার দাপুটে গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) । আজও কত ঘুম না আসা চোখ রাত জেগে শোনে রূপঙ্করের গান, কত প্রেমিক প্রেমিকার রাগ ভাঙায় তাঁর গাওয়া গান দিয়েই। তার গাওয়া ‘ও চাঁদ তোর জন্মদিনে’, ‘ও আমার বৌদিমণির কাগজ ওয়ালা’ যেন কিশোর বয়সের নস্টালজিয়া। আর এখনও সেসব গান তুমুল জনপ্রিয়, গায়ক নিজের ঝুলিতে ইতিমধ্যেই ভরেছেন বেশ কিছু পুরস্কার।

মানুষ হিসেবেও এক্কেবারে খাঁটি তিনি৷ খ্যাতির শীর্ষে থেকেও কখনও কোনোও তথাকথিত নায়িকা বা গায়িকার জন্য পা টলেনি তার, তার ব্যক্তিগত জীবনে কাদা ছেটানোর সাহস আজ পর্যন্ত কারোর হয়নি। সামাজিক আতস কাঁচের নীচে তার স্ত্রী চৈতালী লাহিড়ী তথাকথিত সুন্দরী নন, কিন্তু তাকেই নিজের সবটুকু দিয়ে ভালোবাসেন রূপঙ্কর।

ইস্মার্ট জোরি,Jeet,জিৎ,Rupankar Bagchi,রূপঙ্কর বাগচী,Chaitali Lahiri,চৈতালি লাহিড়ী

সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় শো ‘ইসমার্ট জোড়ি’তে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন রূপঙ্কর। এখানে এসে নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক খুটিনাটিই জানান এই জুটি। জিৎ সঞ্চালিত এই শো-তে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন টলিউডের তাবড়-তাবড় সব জুটিরা৷ এবার এই মঞ্চেই নিজেদের সুখের সংসারেও বিরাট মন খারাপের কারণ জানালেন রূপঙ্কর বাগচি এবং চৈতালি লাহিড়ী।

ইস্মার্ট জোরি,Jeet,জিৎ,Rupankar Bagchi,রূপঙ্কর বাগচী,Chaitali Lahiri,চৈতালি লাহিড়ী

তারা জানান, বহুদিন চেষ্টা করেও মা বাবা হতে পারেননি তারা। নিজেদের সন্তান জন্ম দেওয়ার আনন্দ আর পাওয়া হয়নি তাদের। অসংখ্য ডাক্তার বদ্যির পরামর্শও করেছেন, তবে লাভের লাভ কিছুই হয়নি৷ অবশেষে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন তারা। এই ঘটনা বলতে গিয়ে জিতের সামনেই চোখে জল এসে যায় রূপঙ্কর পত্নীর৷ তবে দত্তক মেয়েকে কোনোও অংশেই তিনি কম ভালোবাসেন না। মেয়ে একটু বড় হতেই তাকে সমস্ত সত্যিও জানিয়ে দিয়েছেন এই দম্পতি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥