• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উঠেছে অন্যের গাওয়া বাংলা গান চুরির অভিযোগ! এবার জবাবে মুখ খুললেন গায়ক রূপঙ্কর বাগচী

Published on:

Rupankar Bagchi opens up about alligations against him

রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) নামটা সকলের কাছেই বেশ পরিচিত। বাঙালি গায়ক হিসাবে বেশ খ্যাতি রয়েছে তাঁর। তবে গতমাসে থেকেই একেরপর এক বিতর্কে নাম জড়িয়ে সর্বদাই চর্চায় রয়েছেন গায়ক। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অন্যের গাওয়া গান চুরি করার অভিযোগ উঠেছে। মনোরমা ঘোষাল (Manoroma Ghoshal) নামের এক গায়িকা তথা ইউটিউবার রূপঙ্করের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।

যেমনটা জানা যাচ্ছে নিউটাউন থানায় গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মনোরমা। তাঁর দাবি, তারই রচনা করা গান চুরি করে নিয়ে সেটাকে গেয়েছেন রূপঙ্কর। শুধু তাই নয় রূপঙ্করের কম্পোজার পার্থ বন্দ‍্যোপাধ‍্যায়ের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। কিন্তু যে গানটি চুরির অভিযোগ করা হয়েছে সেটির মিউজিক ভিডিও ইউটিউব থেকে উধাও হয়ে গিয়েছে।

Rupankar Bagchi,Monorama Ghosh,রূপঙ্কর বাগচী,মনোরমা ঘোষাল,রূপঙ্কর বাগচী গান চুরি,Rupankar Bagchi song theft allegations

তাঁর দাবি, ‘সাগর তুমি’ গানটা তার রচনা করা। প্রায় ছয় মাস আগেই নিজের ইউটিউব চ্যানেলে গানটিকে গেয়ে ভিডিও শহরে করা হয়েছিল। মনোরম মিউজিক চ্যানেলে আপলোড করা হয়েছিল ভিডিওটি। সাথে পার্থ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন গানটির মার্কেটিং বা প্রচারের জন্য। তবে পরে তিনি জানান, গানটা নাকি রূপঙ্কর গাইবেন ও গানের মালিকানা ছেড়ে দেবার জন্য বলেন।

এই প্রসঙ্গে গায়কের সাথে যোগাযোগ স্থাপন করা হলে তিনি জানান, কার জন্য কোন গান গেয়েছেন সেটা এই মুহূর্তে মনে করতে পারছেন না তিনি। কত শত গান তিনি গেয়েছেন। তাঁর তো কাজই গান গাওয়া, সেটাই করেছেন ইটনি। তবে বাকি যা সমস্যা সেটা তো নির্দিষ্ট সংস্থা সামলাবে।

এদিকে মনোরমার দাবি, গানের বিষয়ে রূপঙ্করের সাথে যোগাযোগ করে কথাও বলেছেন তিনি। নিজের গাওয়া আসল গানের লিংক পর্যন্ত পাঠিয়েছিলেন। এরপর পার্থ বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার চেয়েছিলেন গায়ক কিন্তু সেটা দিতে পারেন নি তিনি। তবে পাঠানো লিঙ্কে গিয়ে কিছুই দেখা যাচ্ছে না জানান রূপঙ্কর। তবে ভিডিওটি যে তিনি দেখেছেন তাঁর প্রমাণ আছে বলেই দাবি মনোরমার।

প্রসঙ্গত, জুন মাসের শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন রূপঙ্কর। কেকে’র সমালোচনা করে সোশ্যাল মিডিয়াতে  জুটেছে নেটিজেনদের কটাক্ষ। শেষমেশ নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন, তবে তাতেও বিতর্ক কমেনি। এরপর কিছুদিন আগেই একটি গান গেয়ে শেয়ার করতেই সেটা হিন্দি গান থেকে সুর চুরি করেছেন বলে ট্রোল শুরু হয় আবারও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥