• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিছু ছাড়ছে না KK-বিতর্ক, মিটছে না দুর্দিন, সুদিন ফেরাতে এবার এক বড় পদক্ষেপ নিলেন রূপঙ্কর বাগচি

Published on:

Rupankar Bagchi song theft allegation

টলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচি। কিন্তু সাম্প্রতিক অতীতে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। গত মে মাসে জনপ্রিয় গায়ক কেকে’কে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি, এরপর থেকেই গায়কের জীবন থেকে সুদিন যেন মুছে গিয়েছে। কেকে’র মৃত্যু সেই বিতর্কে আরও ঘি ঢেলেছে। কিছুতেই সুদিন না ফেরায় এবার এক বড় পদক্ষেপ নিলেন রূপঙ্কর (Rupankar Bagchi)।

কেকে’র মৃত্যুর পর থেকে অনেকে রূপঙ্করকে কাঠগড়ায় তুলেছে। তাঁকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছিল। জনরোষের মুখে পড়ে জনপ্রিয় কেক প্রস্তুতকারী সংস্থা থেকে শুরু করে ছবির পরিচালক তাঁর সঙ্গে গানের চুক্তি বাতিল করে দিয়েছে। শহরের এক নামী রেস্তোরাঁও গ্রাহকদের কথা মাথায় রেখে রূপঙ্করের গান না বাজানোর সিদ্ধান্ত নিয়েছে। এসবের মাঝেই এক নামী জ্যোতিষীর দরবারে গিয়ে হাজির হলেন তিনি। কে সেই জ্যোতিষী?

Rupankar Bagchi

বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে, ভারতের জনপ্রিয় জ্যোতিষী ড. সোহিনী শাস্ত্রীর (Dr. Sohini Sastri) নতুন চ্যাট শো ‘নক্ষত্রের খোঁজে’ উপস্থিত হয়েছেন রূপঙ্কর। গত ১২ জুন থেকে ইউটিউবে শুরু হয়েছে সেই শো’য়ের সম্প্রসারণ। সেখানে নাকি ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র- টলি পাড়ার একাধিক তারকা উপস্থিত হয়েছেন। জানা যাচ্ছে, প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার বিভিন্ন সেলিব্রিটিরা সোহিনী শাস্ত্রীর কাছে নিজেদের প্রশ্ন, জিজ্ঞাসা নিয়ে হাজির হবেন।

ড. সোহিনী শাস্ত্রীর জনপ্রিয়তা অবশ্য শুধুমাত্র টলিপাড়াতেই নয়, বলিউডেও রয়েছে। করিশ্মা কাপুর থেকে শুরু করে আরবাজ খান, কুমার শানু থেকে শুরু করে শক্তি কাপুর- হিন্দি সিনেয় দুনিয়ার একাধিক তারকা তাঁর কাছে গিয়েছেন।

Dr. Sohini Sastri

জীবনে যখন দুর্দিনের কালো মেঘ ঘনিয়ে আসে তখন অনেককেই জ্যোতিষীদের দ্বারস্থ হতে দেখা যায়। ব্যতিক্রম নয়, বলি এবং টলি পাড়ার তারকারাও। ড. সোহিনী শাস্ত্রীর শো’য়ে গিয়ে তাঁরা তাঁদের জীবন, পেশা, লড়াই এবং অভিজ্ঞতার ব্যাপারে কথা বলবেন। অপরদিকে সোহিনী শাস্ত্রী তারকাদের গ্রহ-নক্ষত্রের অবস্থান কেমন রয়েছে, তাঁদের জীবনে সফলতা এবং ব্যর্থতায় গ্রহ-নক্ষত্রদের ভূমিকা ঠিক কী তা ব্যখ্যা করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥