• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আপনি ফাটলে পরিবেশ দূষণ হবে! KK- এর মৃত্যুর ৪ মাস পরেও অব্যাহত রূপঙ্করকে নিয়ে ট্রোলিং

Published on:

রূপঙ্কর বাগচী,Rupankar Bagchi,কে কে,KK,Ami Fatle,আমি ফাটলে,Troll,ট্রোল,Netizens,নেটিজেনস

রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) মানেই বাংলার একজন জাতীয় পুরস্কার জয়ী স্বনামধন্য সংগীতশিল্পী। কিন্তু আজ থেকে চার মাস আগে তার একটি বিতর্কিত মন্তব্যের জেরে উলটপালট হয়ে যায় সবকিছু। নিমেষের মধ্যে নেটিজেনদের একটা বড় অংশের কাছেই প্রিয় গায়ক থেকে অপছন্দের মানুষের পরিণত হন তিনি। ‘হু ইজ কে কে’? ভারতের কিংবদন্তি গায়ক কে কে (KK) অর্থাৎ কৃষ্ণকুমার কুন্নাথ  প্রসঙ্গে এহেন মন্তব্য করে নিজেই বিপাকে পরে যান শিল্পী।

যার জের চলছে এখনও।  অদ্ভুত ভাবে তার একদিন পরেই অর্থাৎ ৩১শে মে কলকাতার নজরুল মঞ্চে গানের কনসার্ট করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেকের। আর কেকের মৃত্যুর সেই সমস্ত দায় গিয়ে পড়ে রুপঙ্করের ওপর।  নানা কম ভাবে সকলেই কেকের মৃত্যুর জন্য দিনের পর দিন দুষতে  থাকেন রূপঙ্কর বাগচী। সেই বিতর্ক এখনও অব্যাহত।

Rupankar Bagchi mother got rape threats

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রূপঙ্কর বাগচীকে নিয়ে মিম আর ট্রোলিংয়ের বন্যা অব্যাহত। অবস্থা এমন দাঁড়িয়েছে এখন রূপঙ্কর বাগচি যাই করেন না কেন তার সাথে কোন না কোন ভাবে হাসির খোরাক খুঁজে পান নেটিজেনদের দের একাংশ। কিন্তু এত কিছুর মধ্য দিয়েও নিজের কাজ সমানতালে চালিয়ে যাচ্ছেন শিল্পী। এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও নিজের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন রূপঙ্কর।

Rupankar Bagchi song theft allegation

কখনো সিনেমার প্লেব্যাক করছেন আর কখনো নিজের  ভিডিও বার করছেন। পাশাপাশি অভিনয় করতে দেখা যাচ্ছে শিল্পীকে। আর মাঝেমধ্যেই সেই সবকিছুর আপডেট তিনি দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে নিজেদের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ট্রোলিং করতে ব্যস্ত থাকেন একাংশ। আসলে সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই এখন হুজুগে পাগল।

রূপঙ্কর বাগচী,Rupankar Bagchi,কে কে,KK,Ami Fatle,আমি ফাটলে,Troll,ট্রোল,Netizens,নেটিজেনস

কোন একটা বিষয় পেলেই হয় তার শেষ না দেখা পর্যন্ত শান্তি হয় না কারোরই। ইদানিং কালে রূপঙ্কর বাগচীও যেন সেরকমই একজন হয়ে উঠেছেন নেট বাসীদের কাছে। সম্প্রতি ‘আমি ফাটলে’ বলে একটা অদ্ভুত নামের নতুন মিউজিক ভিডিও লঞ্চ করেছেন রুপঙ্কর। সেই ভিডিও তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেছিলেন শিল্পী।

সেখানে কমেন্ট সেকশনে উপচে পড়েছে নেটিজেনদের মন্ত্যব্য। শিল্পীর দুর্দান্ত গানের গলার প্রশংসা করে একাংশ যেমন বলেছেন অত্যন্ত সুন্দর আন্তর্জাতিক মানের গান’। তেমনই জুটেছে কুমন্তব্য। ট্রোল করে নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন ‘আপনি ফাটলে পরিবেশ দূষণ হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥