• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘লজ্জা হওয়া উচিত তোমার!’ কেকে’কে নিয়ে রূপঙ্করের সমালোচনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ রূপাঞ্জনা মিত্রের

Published on:

Rupanjana Mitra slams Rupankar Bagchi for critisizing Singer KK

‘হু ইস কেকে? (Who is KK)’ এই একটা প্রশ্নের জেরেই উত্তাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) নিজের ফেসবুক ভিডিওর মাধ্যমে তীব্র কটাক্ষ ছুড়েছিলেন তাকে। বলেছিলেন আমি ইমন রাগ হোক ক্রিকেট থেকে অনেক ভালো! শুধু মুম্বাই নিয়ে এত উত্তেজনা কেন? গায়কের এই বক্তব্য শুরু হয়েছিল বিতর্ক, আর সেই বিতর্ক শেষ হবার আগেই সুরের দেশে পাড়ি দিলেন কে কে।

ঘড়ির কাটায় তখন সোমবার রাত্রে ১১টা বেজে ৩৮ মিনিট, ফেসবুক লাইভ এলেন রূপঙ্কর। তারপর তিনি বললেন, ‘দারুন গায়ক কে কে, না এতে কোন সন্দেহ নেই। তবে এই ভিডিও দেখে যা বুঝেছি এমন ভিডিও তো এখনকার শিল্পীদেরও রয়েছে। ঠিক যেমন আমার, অনুপমের, সোমলতার, ইমনের ভিডিওতে থাকে। গান শুনে যা বুঝলাম, কেকে’র থেকে আমরা সবাই ভালো গান করি। আমাদের নিয়ে এতটা উত্তেজনা বোধ হয় না কেন? কি কারণ?’

Rupanjana Mitra opens up on Rupankar Bagchi view about KK and bangla songs

এরপর তিনি আরও বলেন, ‘আমি যে সমস্ত শিল্পীদের নাম করলাম তারা সবাই কেকে’র তুলনায় ভালো শিল্পী, কিন্তু আপনারা কেন মুম্বাই নিয়ে এত মামাতো করছেন! পাঞ্জাবকে দেখুন, ওড়িশাকে দেখুন। বাঙালি হন, বাঙালি হন প্লিজ!’ তাঁর এই ভিডিও পোস্টের ২৪ ঘন্টা পরেই মেলে কেকে’র মৃত্যুর খবর। গায়কের মৃত্যুর পর তাই নেটিজনদের কটাক্ষের মুখে পড়েছেন রূপঙ্কর। তাকে কাঠঘড়ায় তুলে অনেকের মন্তব্য, ‘লজ্জা হওয়া উচিত’।

টলিউডের অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও (Rupanjana Mitra) একমত হয়েছেন নেটিজেনদের সাথেই। এদিন ফেসবুকে তিনি লেখেন, ‘আপনার লজ্জা হওয়া উচিত রূপঙ্কর বাগচী! আপনি একটা অত্যন্ত স্বার্থপর মানুষ। আপনি আগে আপনার মইনের সংকীর্ণতা সরান তারপর কেকের সাথে জিনের তুলনা করতে আসবেন। আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটাই কাল। আগে বড় মনের মানুষ হন, বাংলা শিল্পী হয়ে আপনি কতটা ছোট মনের পরিচয় দিলেন আজ এই ভিডিওয় সেটা স্পষ্ট। ধিক্কার!!’

Rupanjana Mitra on Rupankar Bagchi critisizing KK

যদিও কেকের মৃত্যুর খবর পাওয়ার পর শোক প্রকাশ করেছেন রূপঙ্কর বাগচী। তার মতে, তিনি  কেকের বিরুদ্ধে কোনো কথা বলতে চাননি। বরং বাংলা গানের হয়েই কথা বলতে চেয়েছিলেন। তবে মানুষ তাকে ভুল বুঝেছে। প্রসঙ্গত, গায়কের প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন সংগীত ও বিনোদন জগতের একাধিক তারকারা। সব শেষে একটা কথাই বলার, ‘কেকে কে ছিলেন সেটা তিনি বুঝিয়ে দিলে গেলেন নিজের শেষ গানের অনুষ্ঠানের পর সুরের দেশে পাড়ি দিয়েই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥