ইদানিং সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে ছয়লাপ হয়ে গিয়েছে একটাই ছবি। তা হল বাংলার রক সম্রাট রুপম ইসলামের (Rupam Islam) ‘একলা ঘর’ (Ekla Ghor) গানের লিরিক্স। বিগত প্রায় তিন দশক ধরে এই গানটার সাথেই জড়িয়ে রয়েছে আসংখ্য মানুষের আবেগ। ফসিলস’এর হিট লিস্টে থাকা রুপম ইসলামের গাওয়া গান গুলির মধ্যে অন্যতম এটি।
মুক্তির পর থেকে প্রায় তিন দশক ধরে আজও বাঙালির মন জুড়ে রয়েছে এই গানটি। গানের প্রতিটি কথায় ফুটে ওঠে সদ্য প্রেমে ছ্যাকা খাওয়া প্রেমিকের মনের সমস্ত যন্ত্রণা। কিন্তু এই গান নিয়েই এখন বিতর্কের শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন? আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে এক পাশে লেখা রয়েছে একলা ঘর গানের লিরিক্স অন্যদিকে রয়েছে ক্রিস দে বার্গের ‘নট ক্রাইং ওভার ইউ’র লিরিক্স।
এই পোস্টটি এক ব্যক্তি শেয়ার করে ক্যাপশনে জনৈক একজন লিখেছেন ‘ ‘ছোটবেলা থেকে ভাবতাম আমাদের সো কল্ড বং রক সম্রাট রূপম ইসলাম তথা ফসিলের অরিজিন্যাল লিরিক্স হল একলা ঘর। এরকম আরও কত যে গান আছে, বেশির ভাগই কপি করা বোধহয়। ওহ সরি, বঙ্গানুবাদ। আমার গোটা ছোটবেলাটাই মিথ্যে।’
এই পোস্ট ভাইরাল হয়েছে নিমেষের মধ্যে। যা নিয়ে চলছে পোস্ট এবং পাল্টা পোস্টের ভার্চুয়াল যুদ্ধ। সমালোচনা করার একটা ছুতো পেতেই শুরু হয়েছে তুমুল কটাক্ষ। কারও দাবি এটা মোটেই অনুপ্রেরণা নয় একেবারে অনুবাদ। প্রতিটা লাইন টুকে টুকেই নাকি একলা ঘর তৈরি করেছিলেন রুপম। এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে গায়ক দুর্নিবার সাহার শেয়ার করা রূপম ইসলামের একলা ঘর লিরিক্স নিয়ে।
যদিও ইতিমধ্যেই সেটি ফেসবুক থেকে মুছে গিয়েছে। তবে সেটি দেখে প্রথমে অনেকেই ধারণা করেছিলেন বাংলার রক সম্রাট রুপম ইসলামকে বোধহয় খাটো করছেন দুর্নিবার। কিন্তু এর পরেই সাফাই দিয়ে আরেকটি পোস্টে দুর্নিবার লিখেছেন ‘সকাল থেকে কিছু লোক না জেনে পোস্ট করে চলেছেন। যে তাদের জীবন বৃথা হয়ে গেল। তাদের জন্য এই ছবিটা শেয়ার করলাম। গুগলে সব লেখা থাকে না। কাউকে নিয়ে কিছু বক্তব্য রাখার আগে ঠিক তথ্য জেনে নেওয়ার চেষ্টা করুন’।
তবে যাকে নিয়ে এত হই হট্টগোল সেই রূপম ইসলাম কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে একটা শব্দ খরচ করেন নি। তবে এই পরিস্থিতিতে রূপমের পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী রুপসা দাশগুপ্ত। একেবারে চাঁচা ছোলা ভাষায় নিন্দুকদের একহাত নিয়ে তিনি লিখেছেন ‘ওরে ছাগলের দল বাঙালিকে ক্রিসদের বার্গের গান চেনাল কে? প্রথম তো সেই ২০০৫ এপিটা পরে জানলি। কাজে বোঝাই যাচ্ছে গোটা সোশ্যাল মিডিয়া এখন রুপম ইসলামের গান নিয়ে বেশ সরগরম।