• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রক-মেলোডির দুর্দান্ত যুগলবন্দি! অরিজিতের সঙ্গে নতুন গানের কথা ঘোষণা করলেন রূপম ইসলাম

Published on:

Rupam Islam a0nnounces new song with Arijit Singh

গত ১৮ ফেব্রুয়ারি এক অপূর্ব মুহূর্তের সাক্ষী থেকেছে শহর কলকাতার সঙ্গীতপ্রেমী মানুষরা। সেইদিনই অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কলকাতা কনসার্ট আয়োজিত হয়েছিল। ‘কেশরিয়া’ গায়কের গান শোনার জন্য উপচে পড়েছিল শ্রোতাদের ভিড়। কিন্তু সেখানে আচমকাই ‘বোনাস’ হিসেবে দেখা মেলে রূপম ইসলামের (Rupam Islam)। অরিজিৎ গিটার বাজাচ্ছেন এবং রূপম গাইছেন- সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে সেই দুর্লভ মুহূর্তের ভিডিও।

অরিজিতের কলকাতা কনসার্টে রূপম এবং তাঁর যুগলবন্দি (Arijit Singh Rupam Islam song) শোনার পর থেকেই তাঁদের একসঙ্গে দেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বহু সঙ্গীতপ্রেমী মানুষ। অবশেষে তাঁদের সেই ‘আবদার’ শুনে বিশেষ ঘোষণা করলেন দুই তারকা। অরিজিৎকে পাশে নিয়ে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন রূপম। যা নিয়ে এখন জোর চর্চা চলছে নেটপাড়ায়।

Arijit Singh and Rupam Islam, Arijit Singh and Rupam Islam song

রূপমের শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, গিটার হাতে সুর তুলেছেন অরিজিৎ। রূপম বলতে থাকেন, কয়েকদিন আগে অরিজিতের কলকাতা কনসার্টে তাঁরা দু’জন একসঙ্গে একটি গান গেয়েছিলেন। তাঁদের সেই যুগলবন্দি একেবারেই প্ল্যান করা ছিল না। কিন্তু এই মুহূর্তে তাঁরা যে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে সেটার প্ল্যানিং অনেকদিন ধরেই চলছে।

এরপরই রূপম বলেন, তাঁরা হয়তো ভবিষ্যতে একসঙ্গে কাজও করবেন। অনেকেই কনসার্টের পর তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন বলে জানান রূপম। ‘গেরুয়া’ গায়কের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ভাঙা গলাতেই তিনি বলে ওঠেন, ‘অবশ্যই করব’। যা শুনে আবার রূপম ইয়ার্কি করে বলেন, তিনি ভেবেছিলেন গলা বসে যাওয়ায় অরিজিৎ হয়তো ঈশারাতেই সম্মতি জানাবেন।

Arijit Singh and Rupam Islam, Arijit Singh and Rupam Islam song

এরপর গিটারে রূপমের একটি গানের সুর তোলেন অরিজিৎ। দু’লাইন গানও গেয়ে দেন রূপম। তবে আর নয়। ভিডিওটিকে দীর্ঘায়িত করা যাবে না। পরে কথা হবে বলে অনুরাগীদের বিদায় জানান দুই তারকা। আর ব্যস, তাতেই উত্তেজনা আকাশ ছুঁয়েছে অরিজিৎ এবং রূপমের অনুরাগীদের।

অরিজিৎ এবং রূপম দু’জনেই হলেন বাঙালির গর্ব। সঙ্গীতপ্রেমী মানুষদের মনের বড্ড কাছের তাঁরা। এই দুই গায়কের যুগলবন্দি শোনার ইচ্ছাও সবার অনেকদিনের। তবে এবার সেই আশাপূরণ হতে চলেছে। যদিও কবে এবং কীভাবে সেই আশা পূরণ হবে তা এখনও কারোর কাছে স্পষ্ট নয়। অগত্যা অপেক্ষা ছাড়া অনুরাগীদের সামনে আর কোনও রাস্তা খোলা নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥