• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা গান শুনলেই ভিতরের বাঙালিপনা জেগে ওঠে! ‘কাঁচা বাদাম’ শুনে নেচে উঠলেন হিন্দির ‘শ্রীময়ী’ রূপালী

Published on:

Rupali Ganguly,anupama,Madhvi Gogate,মাধবী গোগাটে,অনুপমা,রূপালী গাঙ্গুলী,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Kancha badam,bhuban badyakar

শুধু বাংলা নয় এখন দেশ তথা বিশ্ব ছাপিয়ে গিয়েছে কাঁচা বাদাম গানের জনপ্রিয়তা। একটি গানেই ভাগ্য বদলে গিয়েছে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের। একটি মাত্র সৃষ্টি তাকে বিশ্বের দরবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া একপ্রকার অসম্ভব। ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান। ফেসবুক ইউটিউব থেকে সর্বত্রই বাজছে কাঁচা বাদাম গান। ইতিমধ্যেই এই গানের একাধিক রিমেক তৈরি হয়ে গিয়েছে।

এছাড়াও ফেসবুক ইন্সটাগ্রাম খুললেই এই গানের একাধিক রিল ভিডিও সামনে আসে। শুধু তাই নয় সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা পর্যন্ত এই গানে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। ইতিমধ্যেই এই গানের সুরে ইংরেজি, হিন্দিতেও রিমেক তৈরি হয়েছে।

Rupali Ganguly,anupama,Madhvi Gogate,মাধবী গোগাটে,অনুপমা,রূপালী গাঙ্গুলী,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Kancha badam,bhuban badyakar

এবার এই গানে নেচে তাক লাগালেন হিন্দীর শ্রীময়ী ওরফে অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর কথায় ”বাংলা গান শুনলে নিজের বাঙালি সত্তাটা জেগে ওঠে। আমার ভাইপোর সঙ্গে মজায় মেতেছি।” তাই আর দেরী না করে এই ভাইরাল গানেই কোমর দুলিয়েছেন রূপালী।

Rupali Ganguly,anupama,Madhvi Gogate,মাধবী গোগাটে,অনুপমা,রূপালী গাঙ্গুলী,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Kancha badam,bhuban badyakar

প্রসঙ্গত, রূপালী গাঙ্গুলি এবং সুধাংশু পান্ডে অভিনীত ধারাবাহিল ‘অনুপমা’ (Anupama) বর্তমানে টিআরপির রেসে বেশ এগিয়ে রয়েছে। এই ধারাবাহিক স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি রিমেক। জনপ্রিয়তার দিক থেকে এই ধারাবাহিক বাকি টিভি শোকে ছাড়িয়ে গেছে। একজন মহিলা এবং তার স্বামী এবং তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে তার সন্তানদের গল্প চিত্রিত করা হয়েছে। শোতে রূপালী ও সুধাংশু পান্ডে ছাড়াও মাদলসা শর্মা, আল্পনা বুচ, অরবিন্দ বৈদ্য, পারস কালনাওয়াত, আশিস মেহরোত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Rups (@rupaliganguly)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥