• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিংসেকুটিকে খাইয়ে দিচ্ছে পাতা মেয়ে, ‘অনুরাগের ছোঁয়া’য় দুইবোনের ভালোবাসা মন ছুঁলো দর্শকদের

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। নায়ক-নায়িকা সূর্য এবং দীপার পাশাপাশি তাঁদের দুই যমজ মেয়ে সোনা (Sona)-রূপাকেও (Rupa) দর্শকের প্রচণ্ড পছন্দের। অল্প সময়ের মধ্যেই তাঁরা হয়ে উঠেছেন দর্শকদের নয়নের মণি। ‘পাতা মেয়ে’ আর ‘হিংসুটি’র কাহিনী দেখতে দর্শকদেরও খুব ভালোলাগে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সোনা এবং রূপা একে অপরের পরিচয় জানে না। তাঁরা যে দুই বোন সেই কথাটুকুও এখনও অবধি জানতে পারেনি তাঁরা। কিন্তু এর মধ্যেই সূর্য সোনার ফুল মায়ের পরিচয় জানতে পেরে গিয়েছে। আর দীপাকে কাছে ঘেঁষতে দেবে না বলে মেয়েকে নিয়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে।

   

Anurager Chhowa Sona Rupa

কিন্তু সোনা কিছুতেই ফুল মাকে ছেড়ে বাবার সঙ্গে দূরে যেতে চায় না। সেই জন্য অসুস্থ হয়ে পরেছে সে। অপরদিকে বাড়ির প্রত্যেকে সূর্যকে বোঝানোর চেষ্টা করলেও সে নিজের সিদ্ধান্তে অনড়। দীপা আবার সোনার না খাওয়া এবং অসুস্থতার খবর পেয়ে রূপার হাত দিয়ে খাবার পাঠায়।

মায়ের হাতে বানানো খাবার ‘হিংসুটি’র কাছে নিয়ে যায় রূপা। এরপর সেই খাবার পরমযত্নে তাঁকে খাইয়েও দেয়। ধারাবাহিকে দুই বোনের মধ্যেকার টান এবং ভালোবাসা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। যেভাবে সোনা-রূপার বন্ডিং দেখানো হচ্ছে সেটাই সবচেয়ে ভালোলাগছে তাঁদের।

Anurager Chhowa Rupa feeds Sona

দর্শকদের একাংশের দাবি, এবার সূর্য-দীপার ভুল বোঝাবুঝি মেটানো হোক। কারণ মা-বাবার মধ্যেকার ঝামেলার জন্য সোনা-রূপা কষ্ট পাচ্ছে। এমনকি ‘হিংসুটি’ ও ‘পাতা মেয়ে’ এটাও জানে না যে আসলে তাঁরা নিজের বোন। তাই দর্শকদের দাবি, এবার সব মান-অভিমান মিটিয়ে সোনা-রূপার আসল পরিচয় ফাঁস হোক।

যদিও ধারাবাহিকে এখন যা ট্র্যাক দেখানো হচ্ছে, তা থেকে বেশ বোঝা যাচ্ছে আসন্ন ভবিষ্যতে সূর্য-দীপার ভুল বোঝাবুঝি মেটার সম্ভাবনা খুব কমই রয়েছে। গল্প যেভাবে এগোচ্ছে তাতে মান-অভিমানের পালা আরও বেশ কিছুটা সময় চলার সম্ভাবনাই বেশি। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কাহিনী কোন দিকে মোড় নেয়।