• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বস্তির মামীদের দিয়ে মিশকাকে গণধোলাই খাওয়ালো রূপা! একেবারে সঠিক শিক্ষা দিয়েছে, বলছে দর্শকেরা

Published on:

Rupa beats up Mishka,Rupa Mishka,Anurager Chhowa,Bengali serial,entertainment,রূপা মিশকা,অনুরাগের ছোঁয়া,বাংলা সিরিয়াল,বিনোদন

বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। টিআরপি তালিকায় প্রথম তিনের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়াল। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে জনপ্রিয়তা। আর বাড়বে নাই বা কেন! যেভাবে ধারাবাহিকে একের পর এক টুইস্ট আসছে তা দেখে আলাদাই উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই ৮ বছর পর মুখোমুখি হয়েছে সূর্য এবং দীপা। যদিও তাঁদের মিল হওয়া তো দূর, বরং আরও কথা কাটাকাটি হয়েছে। এতদিন পর সামনাসামনি এলেও দু’জনের মধ্যে পুরনো তিক্ততা রয়েই গিয়েছে।

Surjya Deepa Anurager Chhowa

ওদিকে আবার রূপার (Rupa) সঙ্গে তাঁর ঠাকুমা লাবণ্যর দেখা হয়েছে। যদিও দু’জনের কেউই আসল পরিচয় জানে না। এই দৃশ্য দেখেই দীপা ঠিক করেছে সে এই শহর ছেড়ে আরও দূরে কোথাও চলে যাবে। সেই সময়ই দীপার কাছে এসে হাজির হয় তাঁর বড় বৌদি।

সে এসে দীপাকে জানায়, তাঁকে খুঁজতে লাবণ্য গ্রাম অবধি পৌঁছে গিয়েছিল। সঙ্গে এও বলে, তাঁর বিশ্বাস খুব শীঘ্রই সব সত্যি সামনে আসতে চলেছে। এই পর্ব দেখার পর অনেকেরই মনে হয়েছে, শীঘ্রই হয়তো রূপার পরিচয় জানতে পারবে লাবণ্য। সেই সঙ্গেই দূর হবে সূর্য-দীপার সব ভুল বোঝাবুঝি।

Surjya Deepa Anurager Chhowa

এসবের মাঝেই মিশকার (Mishka) গাড়িতে ধাক্কা লেগে রূপা পড়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেই আশেপাশের লোক ছুটে আসে। তখনই একটি ফন্দি আঁটে ছোট্ট রূপা। মিশকাকে জব্দ করতে সে বলে তাঁকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা। সেখানেই মিশকার দেখা হয় রূপার সঙ্গে। দু’জনের মধ্যে তর্কবিতর্ক দেখেই রূপার বৌদি বুঝে যায় সবকিছুর মূলে রয়েছে মিশকাই। সঙ্গে সঙ্গে তিনি পাড়ার বাকি মহিলাদের ডেকে আনেন।


দীপার বৌদি মিশকাকে দেখিয়ে বাকিদের বলেন, এই মহিলা খুব বাজে। দীপার অনেক ক্ষতি করেছে। তা দেখে রূপাও বলে ওঠে, ‘এই পচা আন্টিকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দাও’। সেই মুহূর্তে বস্তির সব মহিলারা মিশকার ওপর ঝাঁপিয়ে পড়ে। খলনায়িকা মিশকাকে যেভাবে বস্তির সব মামীদের দিয়ে ছোট্ট রূপা জব্দ করেছে তা দেখে আনন্দ ধরছে না দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥