• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিৎ থেকে পরমব্রত বহুবার উঠেছে প্রেমের গুঞ্জন! রইল স্বস্তিকার চর্চিত প্রাক্তন প্রেমিকদের তালিকা

টলিউডের অন্যতম জনপ্রিয় তো বটেই, অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। দুর্দান্ত অভিনয় এবং ঠোঁটকাটা স্বভাবের জন্য দর্শকদের মধ্যে বেশ পরিচিত অভিনেত্রী। তবে শুধুমাত্র নিজের অভিনয়ই নন, বহুবার নিজের বিতর্কিত ব্যক্তিগত জীবনের জন্যেও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন স্বস্তিকা। আজকের প্রতিবেদনে টলিপাড়ার এই অভিনেত্রীর (Tollywood actress) ৫ প্রাক্তন প্রেমিকের নাম তুলে ধরা হল।

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)- টলিউডের এই নামী পরিচালকের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। দু’জনের মধ্যেকার বন্ডিং নিয়েও চর্চা লেগেই থাকত। শোনা যেত, সৃজিত এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস ছিলেন। একবার অভিনেত্রীকে সারপ্রাইজ দিতে শান্তিনিকেতন অবধি চলে গিয়েছিলেন পরিচালক। তবে এই সম্পর্ক নিয়ে সৃজিত কিংবা স্বস্তিকা কেউই মুখ খোলেননি। এই দুই তারকার ব্রেক আপের সংবাদেও অনুরাগীরা বেশ চমকেও গিয়েছিলেন।

   

Srijit and Swastika

সুমন মুখোপাধ্যায় (Suman Mukherjee)- সৃজিতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর সুমনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা। একসঙ্গে দু’জনে বেশ সুখেও ছিলেন। ঘনিষ্ঠ মানুষদের কাছে সেই কথা স্বীকারও করতেন দু’জনে। তবে শোনা যায়, সুমনের বিয়ের সংবাদ সামনে আসার পর থেকেই দু’জনের সম্পর্কে চিড় ধরে। শোনা যায়, একবার রাগের মাথায় নিজের হাত কেটে ফেলেছিলেন অভিনেত্রী। তবে তা সত্ত্বেও তাঁকে হাসপাতালে দেখতে যাননি সুমন। অবশ্য কাছের মানুষদের থেকে নিয়মিত অভিনেত্রীর খোঁজ নিতেন সুমন।

Swastika and Suman

জিৎ (Jeet)- স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর টলিউড সুপারস্টার জিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা। সেই সময় টলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল এটি। সেই সময়কার ‘হটেস্ট’ কাপলদের মধ্যে একটি ছিল তাঁদের জুটি। তবে শোনা যায়, কোয়েলের সঙ্গে জিতের রসায়নের কারণেই স্বস্তিকার সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরেছিল। আবার অনেকের মতে, জিৎ চাইতেন, স্বস্তিকা কাজ ছেড়ে সংসারে মন দিন। কিন্তু অভিনেত্রী রাজি ছিলেন না। তাই বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।

Swastika and Jeet

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)- ‘ব্রেক ফেল’ ছবির সেট থেকে শুরু হয়েছিল পরমব্রত এবং স্বস্তিকার প্রেম কাহিনী। অনুরাগীদের বেশ পছন্দও ছিল তাঁদের জুটি। এমনকি খোদ স্বস্তিকা নিজেও বলেছিলেন, ‘এটিই সেই সম্পর্ক’।

Swastika and Parambrata

তবে তা সত্ত্বেও, টেকেনি পরম-স্বস্তিকার প্রেম। অভিনেত্রীর প্রাক্তন স্বামী পরমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার পর অভিনেতা ব্রিস্টল যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সঙ্গেই শেষ হয়ে যায় তাঁদের সম্পর্কও।