• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবচন্দ্রিমা ছেড়ে যেতেই সায়ন্তর মনে শ্রীমার আবির্ভাব! ত্রিকোণ প্রেমের গুঞ্জন টলিপাড়ায়

Published on:

Gaurav Roychowdhury,গৌরব রায়চৌধুরী,Shreema Bhattacharya,শ্রীমা ভট্টাচার্য,Sayanta Modak,সায়ন্ত মোদক,দেবচন্দ্রিমা,Devchandrima,Love Triangle,ত্রিকোণ প্রেম,Shreema Bhattacharjee New Love Relationship gossip

আজকাল বিশেষ করে বিনোদন জগতে সম্পর্ক ভাঙতেও যেমন সময় লাগে না গড়তেও তেমনি সময় লাগছে। এক সম্পর্কে থাকতে থাকতে আচমকাই জীবনে নতুন মনের মানুষের আগমনও ঘটে যায় প্রায়। আর তা থেকেই জন্ম নেয় ত্রিকোণ প্রেম। সম্পর্কে থাকাকালীন টলি পাড়ার লাভ বার্ডস হিসাবেই পরিচিত ছিলেন অভিনেতা গৌরব রায়চৌধুরী (Gaurav Roychowdhury) এবং অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharya)।

কিন্তু গৌরব-শ্রীমার কাপলস গোল এখন অতীত। গত বছর পুজোর পর থেকেই শ্রীমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন গৌরব। সম্প্রতি বোন টিউমার অপারেশন করিয়ে বাড়ি ফিরেছেন গৌরব রায়চৌধুরি। গৌরবের অসুস্থতার খবর পেয়ে শ্রীমা নাকি, অনেকবার তাঁর খবর নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু গৌরবের তরফ থেকে কোনও উত্তর মেলেনি। জানা যায়, সম্পর্কে থাকাকালীন শ্রীমা নিজের ব‍্যক্তিগত কিছু বিষয় লুকিয়ে গিয়েছিলেন গৌরবের কাছে। সেসব পরে জানতে পেরে তাঁর সাথে আর সম্পর্ক রাখতে চাননি গৌরব।

Gaurav Roychowdhury,গৌরব রায়চৌধুরী,Shreema Bhattacharya,শ্রীমা ভট্টাচার্য,Sayanta Modak,সায়ন্ত মোদক,দেবচন্দ্রিমা,Devchandrima,Love Triangle,ত্রিকোণ প্রেম,Shreema Bhattacharjee New Love Relationship gossip

এসবের মধ্যেই গুঞ্জন শুরু হয়েছে সায়ন্ত মোদক  দেবচন্দ্রিমার ব্রেক-আপের নিয়ে। তবে সায়ন্ত-দেবচন্দ্রিমা নিজেদের ব্রেক-আপের কথা সরাসরি ঘোষণা না করলেও ডিজিটাল যুগে ফলো, আনফলোর কাউন্ট করে ইতিমধ্যেই গোটা ব্যাপারটা কার্যত পরিষ্কার নেটিজেনদের কাছে।

Gaurav Roychowdhury,গৌরব রায়চৌধুরী,Shreema Bhattacharya,শ্রীমা ভট্টাচার্য,Sayanta Modak,সায়ন্ত মোদক,দেবচন্দ্রিমা,Devchandrima,Love Triangle,ত্রিকোণ প্রেম,Shreema Bhattacharjee New Love Relationship gossip

আর এক্ষেত্রে মাথাচাড়া দিয়েছে ত্রিকোণ প্রেমের জল্পনা। অভিনেতা গৌরব রায়চৌধুরীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই একাই ছিলেন শ্রীমা। কিন্তু শোনা যাচ্ছে সায়ন্তর জীবন থেকে দেবচন্দ্রিমা চলে যেতেই তাঁর জীবনে আবির্ভাব ঘটেছে একসময়ের সহ অভিনেত্রী শ্রীমার। উল্লেখ্য ‘বেদের মেয়ে জ‍্যোৎস্না’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন সায়ন্ত এবং শ্রীমা। আর এখন তাঁদের নতুন সম্পর্কের জেরে ভাঙন ধরেছে সায়ন্তর দেবচন্দ্রিমার প্রেমে।

আর গুঞ্জনে কার্যত ঘৃতাহুতির কাজ করেছে সায়ন্ত এবং দেবচন্দ্রিমার ইউটিউব চ‍্যানেল। সেখানে কিছুদিন ধরেই দেবচন্দ্রিমার দেখা না মিললেও সদ‍্য শ্রীমার সঙ্গে একটি ভিডিও করতে দেখা গিয়েছে সায়ন্তকে। তবে সমস্ত গুঞ্জন উড়িয়ে শ্রীমা সাফ জানিয়ে দিয়েছেন, সায়ন্ত তাঁকে মা বলে ডাকে। তাই সায়ন্তর সঙ্গে তাঁর কার্যত মা ছেলের সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥