• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার জামাইকে চিনতেনই না রুক্মিণীর বাবা! প্রথম দেখাতেই দেবকে এই প্রশ্ন করেছিলেন হবু শশুর

Published on:

What Rukmini Maitra's Father asked to Dev in first meeting

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ হলেন বাংলার সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikary) এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। গোটা ইন্ডাস্ট্রিতে তাদের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। দেব রুক্মিণী একসাথে জুটি বেঁধে কাজ করেছেন একাধিক সিনেমায়। তাই শুধু অনস্ক্রিনই নয় অফস্ক্রিনেও তাদের জুটি বেশ জনপ্রিয়।

কিছুদিন আগেই স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে প্রথমবার বিচারকের (Judge) আসনে বসেছিলেন অভিনেত্রী রুক্মিণী। সেখানেই কিছুদিন আগেই সকলের সামনে রুক্মিনীকে নিজের বৌ বলে চিৎকার করে জানিয়েছিলেন দেব। আচমকা দেবের মুখে একথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন  অভিনেত্রী।

Dev and Rukmini Maitra

প্রসঙ্গত দেব-রুক্মিণী ভক্তদের মনে এখন শুধু একটাই প্রশ্ন। শুভ কাজ সারতে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তারা? কিন্তু বিয়ের কথা উঠলেই বারবার তা সযত্নে এড়িয়ে যান দেব। দেখতে দেখতে বেশ অনেক গুলো বছর হয়ে গেল সম্পর্কে রয়েছেন দেব-রুক্মিণী। তাদেরএই সম্পর্কের শুরুর দিনগুলো ঠিক কেমন ছিল? এপ্রসঙ্গে জানতে চান অনেকেই।

গতবছরই ‘কিশমিশ’ সিনেমার প্রচারে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন দেব-রুক্মিণী। সেখানেই উঠে আসে দেবের সাথে রুক্মিনীর বাবার প্রথম পরিচয়ের এক অজানা গল্প। যা শুনে অবাক হয়ে গিয়েছিলেন খোদ অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়। রুক্মিণী জানান প্রথমদিকে তাঁর বাবা নাকি চিনতেনই না দেবকে! তাই দেব যখন প্রথমবার রুক্মিণীর বাড়ি গিয়েছিলেন তখন রুক্মিণীর বাবা দেবের  কাছে তাঁর পরিচয় জানতে চান। 

যা শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন খোদ দেব।পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে হবু শশুর মশাইকে দেব বলেছিলেন, ‘আমি দীপক অধিকারী, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি। রাজনীতির সঙ্গে যুক্ত।’ দিদি নম্বর ওয়ানের মঞ্চে রুক্মিণীর মুখে এমনও মজার গল্প শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে। এমনকি এমন মজার গল্প শুনে অবাক হয়ে গিয়েছিলেন স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায়ও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥