• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকা নয়, রোম্যান্সের জন্য দেবের পছন্দ হট মৌনীকে! সব দেখে চটে লাল রুক্মিণী, রইল ভিডিও

Updated on:

Dev Mouni Romantic Dance Whats Rukmini Maitra Reaction

বঙ্গ তনয়া মৌনী রায় (Mouni Roy) বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম ‘হট’ নায়িকাদের মধ্যে একজন, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তাঁর মায়াবি চাহনি, রূপের ঝলকে মন গলেছে বহু পুরুষের। এবার সেই নায়িকার সঙ্গে প্রেমিক দেবের রোম্যান্স দেখে একেবারে ‘জ্বলে পুড়ে ছাই’ হয়ে গেলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।

পেশার খাতিরে পর্দায় নায়ক-নায়িকাকে রোম্যান্স করতেই হয়। কিন্তু অফ স্ক্রিন যখন সামনে প্রেমিকা বসে থাকেন, সেই সময় অন্য কোনও নায়িকার সঙ্গে চুটিয়ে রোম্যান্স করা কিন্তু একেবারেই চারটি খানি কথা নয়। সম্প্রতি সেই সাহসী কাজ করে দেখিয়েছেন টলি সুপারস্টার দেব (Dev)।

Dev Adhikary

টলিউড হার্টথ্রব দেব এই মুহূর্তে ‘ডান্স ডান্স জুনিয়র’এ রয়েছেন। সেখানেই অতিথি হিসেবে গিয়েছিলেন বঙ্গ তনয়া মৌনী। এই প্রথম কোনও বাংলা রিয়্যালিটি শোয়ের মঞ্চে আসলেন ‘ব্রহ্মাস্ত্র’র জুনুন। আর স্বাভাবিকভাবেই দেব এবং মৌনী যখন এক মঞ্চে, তখন স্টেজে ঝড় উঠবে না, এমনটা কি হয়?

Dev and Mouni Roy

প্রত্যাশা মতোই একসঙ্গে কোমর দোলান দুই তারকা। আর তাঁদের ‘উষ্ণ’ রোম্যান্স দেখে তখন যেন স্টেজে রীতিমতো আগুন জ্বলছে। উপস্থিত প্রত্যেকে যেন চোখ ফেরাতে পারছিলেন না দু’জনের রসায়ন দেখে। তবে এসব দেখেই মনে আগুন লেগেছিল দেবের প্রেমিকা রুক্মিণীর মনে! অন্তত ভাইরাল ভিডিও তো সেই কথাই বলছে।

চোখের সামনে প্রেমিক অন্য একজনের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করছেন, তা কি বসে বসে দেখা যায়? স্বাভাবিকভাবেই দেব-মৌনীর উষ্ণ রোম্যান্স দেখে একেবারে চটে লাল তাঁর প্রেমিকা। অভিনেত্রীর চোখ মুখ দেখেই বুঝে নেওয়া যাচ্ছে সেই কথা। ভিডিওয় দেখা যাচ্ছে, মৌনীর সঙ্গে দেবের রোম্যান্স দেখে ‘মুখ ভার’ হয়ে গিয়েছে তাঁর ‘কাছের মানুষ’এর।

Rukmini Maitra

আর টলি সুন্দরী রুক্মিণীর এই প্রতিক্রিয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকরা। কেউ কেউ তো এও বলছে যে, এই টুকুও সহ্য করতে পারলেন না তিনি! নায়িকার প্রতিক্রিয়া দেখে কিন্তু বেশ মজাও নিয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥