• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ড্যাশিং হিরো নয়, তার ওপর গায়ের রং কালো! জীবনে অনেক স্ট্রাগল করেছেন আজকের রুদ্রনীল ঘোষ

Published on:

রুদ্রনীল ঘোষ Rudranil Ghosh

বাংলা চলচ্চিত্র জগতে বহু অভিনেতা রয়েছে তাদের মধ্যেই একজন হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। সাধারণত অভিনেতা মানেই ড্যাশিং হিরো সুন্দর মুখ ধবধবে সাদা গায়ের রং কিন্তু রুদ্রনীলের ক্ষেত্রে এই সংজ্ঞাটা আলাদা। দেখতে সুপার হিরোর মত না হলেও ছবির পর্দায় নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে বারবার মন কেড়েছেন।

তবে আজ যে রুদ্রনীলকে আমরা দেখতে পাই তার পিছনে রয়েছে অনেকটা পরিশ্রম ও স্ট্রাগল। কারণ সিনেমার হিরো তথা অভিনেতা হওয়াটা তাঁর পক্ষে খুব একটা সহজ ছিল  না। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতার টালিগঞ্জের বুকে পা রাখেন রুদ্রনীল। প্রথমেই হয়েছিল তিক্ত অভিজ্ঞতা।

রুদ্রনীল ঘোষ Rudranil Ghosh

গায়ের রং কালো হবার কারণে অভিনয়ের চান্স পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। যদিও সিনেমায় চরিত্র পেতেন সেগুলি হত চাকর, ড্রাইভার ইত্যাদির চরিত্রে। তবে যেকোনো চরিত্রের জন্যই রাজি হয়ে যেতেন অভিনেতা। এভাবেই শুরু হয়েছিল অভিনয় জীবন।

রুদ্রনীল ঘোষ Rudranil Ghosh

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের প্রথম অভিনয় জীবনের দিনের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন রুদ্রনীল ঘোষ। সদ্য অভিনেতা হওয়া কলকাতায় আসা রুদ্রনীল ঘোষের ছবি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘ তখন সবে টলিউডে পা। হাওড়া থেকে এসে কোলকাতার ভাড়া মেসবাড়িতে থাকা, আধপেটা খাওয়া,অন্যের জামা চেয়ে পরা, অটোভাড়া বাঁচাতে হেঁটে হেঁটে ঘোরা, নন্দনে আড্ডা, থিয়েটার,একটাই মোবাইল চারজনে শেয়ার করা’।

রুদ্রনীল ঘোষ Rudranil Ghosh

এরপর অভিনেতা আরো বলেন, ‘গায়ের রং কালো আর হাইট ৫’৫” হওয়ায় টলিউডে কোনমতে শুধু চাকরের চরিত্র পাওয়া। এই ছবিটা সেই সময়ের গল্প। আর আমার প্রোফাইলের আজকের ছবিটা তোমাদের ভালোবাসার উপন্যাস।’ অর্থাৎ অভিনেতা আজ যেখানে দাঁড়িয়ে আছেন তা দর্শকদের ভালোবাসার জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥