• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেতা হতে গিয়ে অভিনেতা হওয়া হচ্ছেনা! BJP করায় কাজ পাচ্ছেন না রুদ্রনীল, রাজনীতি নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত

টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে পরিচিত ছিলেন রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh), কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তায় যে খানিক মরচে পড়েছে তা বলাই বাহুল্য। কেরিয়ারের শুরুতে নিজের কমেডির মাধ্যমে নানা ছবিতে তিনি লোক হাসিয়েছেন। পরবর্তীকালে গুরুগম্ভীর চরিত্রেও একইভাবে সাবলীল থেকেছেন এই অভিনেতা। কিন্তু সম্প্রতি রুদ্রনীল যেন হারিয়েই যাচ্ছেন বড় পর্দা থেকে।

এবার এই প্রসঙ্গেই এক গম্ভীর অভিযোগ জানান অভিনেতা। তার অভিযোগ বিজেপি(BJP) করায় নাকি তিনি আর কাজ পাচ্ছেন না। পাশাপাশি এই প্রশ্নও তিনি ছুঁড়ে দিয়েছেন যে তবে কি একমাত্র শাসকদলের কাছাকাছি থাকলেই পাওয়া যাবে কাজ নচেৎ নয়?

   

রুদ্রনীল ঘোষ Rudranil Ghosh

তিনি জানান, তিনি জানান গত দেড় বছরের বেশি সময় ধরে তার হাতে কোনো কাজ নেই। পাশাপাশি রাজ্যের শাসক দলকে নিশানা করেই রুডির বক্তব্য, বিরোধী দলে থাকলেই তারকাদের এই হাল হচ্ছে৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের খাতিরে শিল্পীর হাতে কাজ থাকবে না, তা কেউই আশা করে না।অভিনেতা জানিয়েছেন, “যদি রুজি-রুটির জায়গাটা ছলচাতুরি করে বন্ধ করে দেওয়া হয় বিরোধী রাজনীতি করার অপরাধে, তখন তো মানুষকে ভাবতেই হবে। প্রিয় কাজটিকে আগলে রাখার জন্য রাজনীতি থেকে তাঁকে বিদায় নিতেই হবে।”

এ বিষয়ে, রুদ্রনীল আরও জানান, টলিপাড়ার প্রথম সারির তারকা হিসেবে একসময় তিনি যত কাজ পেতেন তার সিকিভাগও জুটছেনা অভিনেতার। অন্যদিকে তার সমসাময়িক অভিনেতারা যথেষ্টই কাজ পাচ্ছেন। কিন্তু বিরোধী রাজনীতি করায় বাদ গেছেন বলে অভিযোগ জানান তিনি। তিনি বলেন, “পরিচালক-প্রযোজক বন্ধুরা, যাঁদের মধ্যে কেউ কেউ আবার শাসকদলের ঘনিষ্ঠ, তাঁরা পরিষ্কার করে বলেছেন বিজেপিটা ছেড়ে দে, নইলে তোকে কাজে নিতে অসুবিধা হচ্ছে”।

রুদ্রনীল ঘোষ Rudranil Ghosh

প্রসঙ্গত, ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে শোভনদেব চ্যাটার্জির কাছে গো হারা হেরেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ , এর আগে তিনি ছিলেন তৃণমূলের ঘনিষ্ঠ তার আগে বাম রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এই দল বদলের জেরে বিভিন্ন মহলেই তুমুল সমালোচিত হয়েছেন রুদ্রনীল৷