• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেলেঙ্কারি, হ্যাকারের কবলে রুদ্রনীলের ইন্সটাগ্রাম! যখন তখন ঘটতে পারে অঘটন, চিন্তায় অভিনেতা

rudranil ghosh,instagram,rudranil ghosh instagram hacked,hacking,tollywood actor,bjp,tollywood news

কিছুতেই ভালো যাচ্ছেনা টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) সময়। এবার বড়সড় বিপদের মুখে অভিনেতা, যেকোনোও সময় ঘটতে পারে বিপদ৷ তার নামে রটতে পারে কুরুচিপূর্ণ কথা। গত বেশ কিছুদিন ধরেই নানান ফ্যাসাদে পড়েছেন অভিনেতা, কিন্তু এবার তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছেন এক হ্যাকার।

আর হ্যাকিং এর মাধ্যমে যে কত অপরাধ করা যায় তার ইয়ত্তা নেই। এদিন নিজের ফেসবুক প্রোফাইল থেকে এই সম্পর্কে অনুরাগীদের অবগত করে রুদ্র জানান, তার ব্লুটিক যুক্ত ভেরিফায়েড অ্যাকাউন্টটি নাকি ৭৫ হাজার টাকায় বিক্রিরও চেষ্টা চলছে। পাশাপাশি, সকলকে সাবধান থাকার পরামর্শ ও দেন রুদ্র।

rudranil ghosh,instagram,rudranil ghosh instagram hacked,hacking,tollywood actor,bjp,tollywood news

অভিনেতা আরও জানান, আজ ৩ টের পর থেকে আর নিজের অ্যাকাউন্ট অভিনেতার নিয়ন্ত্রণে নেই। তাই তিনি কোন পোস্ট বা মেসেজও কাউকেই করছেন না৷ এছাড়া অভিনেতার কথায়, “আমার নিজের করা আজ শেষ পোস্ট ছিল একজন শিল্পী আমার হাতে আমায় আঁকা ছবি গিফট করছেন। তার আগের দুটো ছবি ” আমি আর আবির, স্বস্তিক সংকেত সিনেমায় আমার বৃদ্ধ লুক” আমি আজ পোস্ট করিনি। ”

স্বাভাবতই এই ঘটনার জেরে চিন্তায় ঘুম উড়েছে অভিনেতার। প্রসঙ্গত, টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে পরিচিত ছিলেন রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh), কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তায় যে খানিক মরচে পড়েছে তা বলাই বাহুল্য। কেরিয়ারের শুরুতে নিজের কমেডির মাধ্যমে নানা ছবিতে তিনি লোক হাসিয়েছেন। পরবর্তীকালে গুরুগম্ভীর চরিত্রেও একইভাবে সাবলীল থেকেছেন এই অভিনেতা। কিন্তু সম্প্রতি রুদ্রনীল যেন হারিয়েই যাচ্ছেন বড় পর্দা থেকে। দিন কয়েক আগেই তিনি অভিযোগ করেছিলেন, বিজেপি করায় নাকি তিনি কাজ পাচ্ছেন না।

rudranil ghosh,instagram,rudranil ghosh instagram hacked,hacking,tollywood actor,bjp,tollywood news

তিনি জানান গত দেড় বছরের বেশি সময় ধরে তার হাতে কোনো কাজ নেই। পাশাপাশি রাজ্যের শাসক দলকে নিশানা করেই রুডির বক্তব্য, বিরোধী দলে থাকলেই তারকাদের এই হাল হচ্ছে৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের খাতিরে শিল্পীর হাতে কাজ থাকবে না, তা কেউই আশা করে না।অভিনেতা জানিয়েছেন, “যদি রুজি-রুটির জায়গাটা ছলচাতুরি করে বন্ধ করে দেওয়া হয় বিরোধী রাজনীতি করার অপরাধে, তখন তো মানুষকে ভাবতেই হবে। প্রিয় কাজটিকে আগলে রাখার জন্য রাজনীতি থেকে তাঁকে বিদায় নিতেই হবে।”

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥