টলিউডের বিয়ের বাহার যেন শেষ হবার নাম নেই! একেরপর এক সেলিব্রিটিরা বাধা পড়ছেন বিবাহ বন্ধনে। কিছুদিন আগেই বিয়ে সেরেছেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabory) ও অভিনেতা রুদ্রজিৎ মুখার্জী (Rudrajit Mukherjee)। ‘সাত ভাই চম্পা’ সিরিয়ালের কারণে একসময় বেশ জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী প্রমিতা। সেই সিরিয়ালেই রুদ্রাজিতের সাথে একত্রে কাজ করেছিলেন প্রমিতা। আর ‘সাত ভাই চম্পা’ সিরিয়ালে কাজ করতে করতেই শুরু হয়েছিল দুজনের প্রেম কাহিনী।
সিরিয়ালে রূপকথার গল্প ‘সাত ভাই চম্পা’কে তুলে দোর হয়েছিল। আর সিরিয়ালে দারুন সমস্ত এফেক্টের সাথে প্রমিতা ও রুদ্রজিৎ দুজনেরই অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। সিরিয়ালের এই দম্পতি আজ রিয়েল লাইফেও স্বামী স্ত্রী। গত বছর লকডাউন চলাকালীনই নিজেদের প্রেমকে বিয়েতে পরিণতি দেবার কথা ঘোষণা করেছিলেন দুজনে। এমনকি বিয়ের পরে সংসার শুরুর জন্য ইতিমধ্যেই নতুন ফ্ল্যাট পর্যন্ত কেনা হয়ে গিয়েছে।
বিগত ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিনে পুরুলিয়াতে সেরেছেন বিয়ে। যদিও বিয়েতে করোনাবিধির কারণে উপস্থিতির সংখ্যা ছিল কম তবে বেশ জাঁকজমকের সাথেই হয়েছে বিয়ে। বিশাল আয়োজনের সাথে ছিল এলাহী ভুঁড়িভোজের আয়োজন। সেদিন সামাজিক বিয়ে সেরেছেন দুজনে, আগামী বছর আইনি বিয়ে অর্থাৎ রেজিস্ট্রি সারার প্ল্যান করেছেন প্রমিতা ও রুদ্রজিৎ।
গতকাল ছিল প্রমিতার জন্মদিন, অর্থাৎ বিয়ের পর এই প্রথম জন্মদিন ছিল অভিনেত্রীর। আর তাই বিয়ের পর প্রথম জন্মদিনে স্ত্রীকে সারপ্রাইজ দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিল স্বামী রুদ্রজিৎ। এদিন জন্মদিন উপলক্ষে গোটা ঘর সাজিয়ে ছিলেন রুদ্রজিৎ।
বেলুন থেকে শুরু করে আলো, মোমবাতি ও জন্মদিনের কেক পুরোটাই প্ল্যান করেছিলেন রুদ্রজিৎ। আর গোটা ব্যাপারটাই একেবারে সারপ্রাইজ ছিল প্রমিতার কাছে।
জন্মদিনে স্বামীর কাছ থেকে সারপ্রাইজ পেয়ে দারুন খুশি অভিনেত্রী। প্রমিতা জন্মদিনের কিছু স্পেশাল মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর সাথে ক্যাপশনে লিখেছেন, ‘যখন স্বামী সারপ্রাইজ করে! বেস্ট জন্মদিনের গিফট’!
ছবিতে একসাথে কেক কাটা থেকে নিজের হাতে কেক খাইয়ে দিতে দেখা যাচ্ছে রুদ্রাজিতকে। আর এভাবেই বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিনটাকে বিশেষ করে তুলেছেন রুদ্রজিৎ।
অভিনেত্রীর শেয়ার করা এই ছবিগুলি বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সাথে রয়েছে জন্মদিনের একরাশ শুভেচ্ছা বার্তা।