জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। যা এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় অন্যতম পুরনো সিরিয়াল। সিরিয়ালের বয়স ২ বছর পেরোলেও জনপ্রিয়তায় আঁচ পড়েনিএক ফোঁটাও। সদ্য দর্শকদের দাবি মেনেই সিরিয়ালে ফিরে এসেছে সকলের প্রিয় মিঠাইরানি। এবার তাঁরই পিছু পিছু মনোহরায় ফিরল মোদক পরিবারের আরও এক প্রিয় সদস্য রুদ্র (Rudra)।
সিরিয়ালের নায়ক নায়িকা সিদ্ধার্থ মিঠাই ছাড়াও মোদক পরিবারে আরও একাধিক চরিত্র রয়েছেন যাদের ভীষণ ভালোবাসেন দর্শক। তাদের মধ্যে অন্যতম হলো সিদ্ধার্থের বন্ধু তথা আইপিএস অফিসার রুদ্র (Rudra)। যিনি এখন মোদক বাড়ির জামাই অর্থাৎ বাড়ির ছোট মেয়ে নিপার স্বামী। শুরু থেকেই এই রুদ্র চরিত্রে দর্শকদের দারুন প্রশংসা পেয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirza)।
ইতিপূর্বে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছে ফাহিম। বিশেষ করে ‘করুণাময়ী রানী রাসমণি’-তে রাজা রামমোহন রায় সেজেছিলেন তিনি।তবে আজ অবধি মিঠাইতে রুদ্র চরিত্র করেই পেয়েছেন সবচেয়ে বেশি জনপ্রিয়তা। যদিও বেশ অনেকদিন হল সিরিয়ালে দেখা যাচ্ছে না মিঠাইরানির পুলিশদাদাকে। তাই বহুদিন ধরেই দর্শকরা আবার তাকে দেখতে চাইছিলেন মনোহরায়।
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আজই দেখা গিয়েছে অবশেষে মনোহরায় ফিরে এসেছে রুদ্র দা। যা দেখে দর্শকরা মনে করছেন এবার পুলিশ দাদার হাত ধরেই মনোহরায় ফিরে আসবে মিঠাই। প্রসঙ্গত এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন মিঠাই সিদ্ধার্থ বহুদিন পর মুখোমুখি হয়েছে। কিন্তু দেখা হলেও মিল হয়নি সিধাইয়ের।