বিনোদনভিডিওসিরিয়াল

সত্যিই পারফেক্ট কাপল, রুবেল শ্বেতার প্রেম দেখে ‘নজর যেন না লাগে’ বলছে নেটিজেনরা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের জগতে এই মুহূর্তে জনপ্রিয় লাভ বার্ডস হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhatttcharya) এবং অভিনেতা রুবেল দাস (Rubel Das)। টেলিভিশনের পর্দায় তাঁদের অনস্ক্রিন রসায়নের মতো বাস্তবেও তাঁদের জুটিটাকে ভীষণ পছন্দ করেন দর্শক।

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম জনপ্রিয় তারকা জুটি তাঁরা। তাই পর্দার সংগীত-যমুনা (Sangeet-Jamuna) জুটির প্রেম এখন ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। এখন আর লুকোচুরি নয় বেশ খুল্লামখুল্লা প্রেম করছেন দুজন। শুটিংয়ের ব্যাস্ততার মাঝেও একে অপরকে সময় দিতে ভোলেন না এই জুটি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রুবেল দাস,Rubel Das,Sweta Bhattacharya,সম্পর্ক,Relationship,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল ভিডিও,Viral Video

প্রসঙ্গত রুবেল শ্বেতা দুজনেই একেবারে ফ্যামিলি ম্যান। কাজের ফাঁকে সময় পেলেই দুজনেই সময় কাটাতে ভালবাসেন পরিবারের সদস্যদের সাথেই।  নায়ক নায়িকা দুজনেরই একে অপরের পরিবারের সাথে রয়েছে  ভারী মিষ্টি সম্পর্ক। মাঝেমধ্যেই তাঁদের পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর ছবি শেয়ার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রুবেল দাস,Rubel Das,Sweta Bhattacharya,সম্পর্ক,Relationship,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল ভিডিও,Viral Video

শুটিং,পরিবার কাজের চাপ সবকিছু সামলেও মাঝেমধ্যেই একে অপরের সাথে সময় কাটাতে বেরিয়ে পড়েন রুবেল শ্বেতা। মাঝে যেমন কিছুদিন আগেই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে দুজনেই গা ভিজিয়েছিলেন সুইমিংপুলে। এছাড়া আবার কখনও একে অপরের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ভিডিও কোলাজ করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রুবেল দাস,Rubel Das,Sweta Bhattacharya,সম্পর্ক,Relationship,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল ভিডিও,Viral Video

ক্যাপশনে জুড়ে দেন আদুরে বার্তা। তেমনই আজ সকালেই শ্বেতার সাথে কাটানো বিশেষ মুহূর্তের একগুচ্ছ  ছবি ভিডিও কোলাজ করে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেছিলেন রুবেল। ক্যাপশনে জনপ্রিয় হিন্দি গানের লাইন দিয়ে রুবেল লিখেছেন ‘জো ভি আব মেরা, তেরে হাওয়ালে কর দিয়া’।

ভিডিওটির ব্যাকগ্রাউন্ডেও জুড়ে দিয়েছেন এই গানটিকে। প্রিয় জুটির এই ছবি দেখে কমেন্ট সেকশনে ভালোবাসায় মুড়িয়ে দিয়েছেন অনুরাগীরা। রুবেলের ভালোবাসার উত্তর দিতেও ভোলেননি শ্বেতা। কমেন্ট সেকশনে জীবন বলে লাভ ইমোজি লিখেছেন নায়িকা।

Back to top button