• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজের জন্য ছোট জামা-কাপড় নয়! প্রেমিকা শ্বেতার পোশাক নিয়ে মুখ খুললেন রুবেল

Updated on:

Rubel Das talking about dressing style of Sweta Bhattacharya

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে তথ্য জনপ্রিয় জুটি হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস (Rubel Das)। দুজনেই এখন অভিনয় করছেন জি বাংলার আলাদা দুটি সিরিয়ালে। একদিকে রুবেল অভিনয় করছেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে অন্যদিকে শ্বেতাকে দেখা যাচ্ছে ‘সোহাগ জল’ সিরিয়ালে। এরই মধ্যে বড়দিনের আগেই শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে শ্বেতার প্রথম সিনেমা ‘প্রজাপতি'(Prajapati)।

প্রথম সিনেমাতেই শ্বেতা অভিনয় করেছেন টলিউডের সুপারস্টার দেবের বিপরীতে। তার ওপর উপরি পাওনা মিঠুন চক্রবর্তী এবং মমতার শংকরের মতো দুই অভিজ্ঞ বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ। প্রেমিকা শ্বেতার সিনেমা মুক্তির দিন নিজের মা আর দাদাকে নিয়ে হাজির হয়েছিলেন রুবেল। প্রসঙ্গত শ্বেতার অনুরাগীরাও জানেন এখনকার দিনের আর পাঁচ জন অভিনেত্রী থেকে খানিক আলাদা শ্বেতা।

Neem Phooler Modhu Sohag Jol, Neem Phooler Modhu, Sohag Jol

অনেকেই হয়তো জানেন না স্লিম ট্রিম সুন্দরী অভিনেত্রী হয়েও স্লিভলেস (Sleveless) কিংবা ছোট পোশাক (Short Dress) পরা নিয়ে ছুৎমার্গ রয়েছে অভিনেত্রীর। ক্যারিয়ার শুরু করার আগে থেকেই তিনি শর্ত দিয়েছিলেন স্লিভলেস হোক কিংবা ছোট পোশাক কখনই কোন রিভেলিং পোশাক পরতে পারবেন না তিনি। অভিনয়ের মতো ঝাঁচকচকে একটা গ্ল্যামার ওয়ার্ল্ডের অংশ শ্বেতা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,রুবেল দাস,Rubel Das,বাংলা সিনেমা,Bengali Cinema,প্রজাপতি,Prajapati,স্লিভলেস,Sleveless,ছোট পোশাক,Short Dress

কিন্তু তারপরেও তথাকথিত চাকচিক্য থেকে বেশ দূরেই রাখেন নিজেকে। তাই কেরিয়ারের শুরুতে পোশাক নিয়ে শর্ত দিয়েও নিজের অভিনয় গুণেই অনায়াসে কাজ পেয়ে চলেছেন অভিনেত্রী। এমনকি ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন ‘প্রজাপতি’র মতো একটি সিনেমাতেও। কিন্তু পোশাক নিয়ে এত শর্ত শ্বেতার অভিনয় জীবনে বাঁধা হয়ে দাঁড়াবে না তো?

Dev Mithun upcoming cinema Projapoti's first poster come out

একথা জানতে চাওয়া হলে সম্প্রতি সংবাদমাধ্যমে শ্বেতার প্রেমিক রুবেল জানিয়েছিলেন ‘ওর পোশাক নিয়ে যে শর্ত রয়েছে তা তো ওর একেবারেই নিজস্ব। আমি নাচের মানুষ। সেখানে অনেককেই দেখেছি ছোট পোশাকে সাবলীল হতে। ও নয়, তাই চায় না’। শুধু তাই নয় রীতিমতো গর্ব করেই রুবেল জানান এই শর্ত রেখেই তাঁর প্রেমিকা তথা অভিনেত্রী শ্বেতা কাজ পেয়ে এসেছেন এতদিন’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,রুবেল দাস,Rubel Das,বাংলা সিনেমা,Bengali Cinema,প্রজাপতি,Prajapati,স্লিভলেস,Sleveless,ছোট পোশাক,Short Dress

এছাড়া রুবেল স্পষ্ট জানান ‘যদি পোশাকের  কারণে ওর পাঁচটা কাজ চলেও যায় আমার মনে হয় ওর তাতে খুব একটা আফসোস হবে না। নিজের নীতির বিরুদ্ধে কখনওই চলে না ও। তার মানে এই নয় যে স্লিভলেস বা ছোট পোশাক খারাপ। ব্যস, ও চায় না। সেটা ওর সিদ্ধান্ত’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥