এই মুহূর্তে ছোটপর্দার জনপ্রিয় লাভ বার্ডসের কথা উঠলেই সবার প্রথমে আসে রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)-এর নাম। যদিও ছোটপর্দার দর্শকদের কাছে তাঁরা দুজনেই ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) সিরিয়ালের সংগীত যমুনা নামেই বেশি পরিচিত। জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালেই নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়েই বন্ধুত্ব হয় তাঁদের।
তারপর বন্ধুত্ব থেকেই সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়। জল্পনায় সিলমোহর দিয়ে চলতি বছরেই রুবেল শ্বেতা নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন প্রকাশ্যেই। সেই থেকেই খুল্লামখুল্লা প্রেম থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া সবটাই খোলামেলাভাবে করতে দেখা যায় তাঁদের।
একটা সময় একই সিরিয়ালে অভিনয় করার সুবাদে ২৪ ঘন্টা একে অপরের সাথে থাকলেও এখন সেটি হচ্ছে না। এখন রুবেল-শ্বেতা দুজনেই ব্যস্ত তাদের নতুন সিরিয়ালের কাজ নিয়ে। এই মুহূর্তে রুবেল অভিনয় করছেন জি বাংলার নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’-তে। এই সিরিয়ালে তাঁর বিপরীতে রয়েছেন জবা অভিনেত্রী পল্লবী শর্মা। অন্যদিকে শ্বেতা অভিনয় করছেন একই চ্যানেলের ‘সোহাগ জল’ সিরিয়ালে। এই সিরিয়ালে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা হানি বাফানা।
সম্প্রতি শ্বেতার সাথে সম্পর্ক থেকে বিয়ে এবং তাদের দুই পরিবারের মধ্যেকার সম্পর্কের পাশাপাশি নিজের নতুন সিরিয়াল নিয়ে ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতায় খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেতা। সেখানে তিনি জানিয়েছেন এখন তাদের দুজনেই মন দিয়ে কাজ করতে চান। বিয়ে করবেন একথা ঠিক কিন্তু তার আগে তাদের দুজনেরই পায়ের তোলার মাটিটা শক্ত হওয়া প্রয়োজন।
এদিন কথায় কথায় জানা যায় কাজের বাইরে শ্বেতা রুবেল দুজনেই নিজেদের পরিবারের সাথে সময় কাটাতে খুব ভালোবাসেন। শ্বেতাকে যেমন রুবেলের বাড়ির লোকজন ভালোবাসেন তেমনি রুবেলেরও শ্বেতার বাড়ির লোকজন বিশেষ করে শ্বেতার মায়ের সাথে খুব ভালো সম্পর্ক। প্রসঙ্গত সদ্য এক নতুন জগতে পা রেখেছেন শ্বেতা। আগামীকালই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শ্বেতা অভিনীত প্রথম সিনেমা ‘প্রজাপতি’। এই সিনেমায় শ্বেতা স্ক্রিন শেয়ার করেছেন দেব এবং মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টারদের সাথে। এদিন তাই রুবেলকেও শ্বেতার হয়ে তার সিনেমা প্রমোট করতে দেখা যায়।