• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজার হালে থাকেন RRR সুপারস্টার জুনিয়ার এনটিআর! রইল কোটিপতি অভিনেতার সম্পত্তির পরিমাণ

Published on:

JR NTR net worth luxurious house worth 25 cr and cars collection

যতদিন যাচ্ছে দক্ষিণী ছবির (South Indian FIlm) জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে। কিছুদিন আগে রিলিজ হওয়া ‘আরআরআর’ (RRR) ছবির বক্স অফিস কালেকশন সেটা প্রমাণ করে দিয়েছে। ছবিতে সুপারস্টার জুনিয়ার এনটিআর (Jr NTR) ও রাম চরণকে দেখা গিয়েছে। দুজনেই দক্ষিণী ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় তারকা। তবে জুনিয়ার এনটিআর এর সুপারস্টার হওয়া ছাড়াও আরও একটি পরিচয় রয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাও এর নাতি।

আজ জুনিয়ার এনটিআর এর জন্মদিন, আজ ৩৯ বছরে পা দিলেন অভিনেতা। এই বয়সেই নিজেকে গোটা ভারত তথা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন তিনি। দক্ষিণী ছবিতে অভিনয়ের দৌলতেই কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন অভিনেতা। আরআরআর ছবিতে অভিনয়ের জন্যই ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। তাহলে বুঝতেই পারছেন কোটি টাকার অভিনেতা জুনিয়ার এনটিআর।

Jr NTR

২০০১ সালে ‘স্টুডেন্ট নং ১’ ছবি দিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেতা। এরপর একেরপর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। জানলে অবাক হবেন রাজার হলেই জীবনযাপন করেন জুনিয়ার এনটিআর। রাজপ্রাসাদ সমান বাড়ি থেকে দামি গাড়ি বিলাসবহুল জীবন কাটান তিনি। অভিনেতা যে বাড়িতে থাকেন শুধু সেই বাড়ির দামই প্রায় ২৫ কোটি টাকা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী জুনিয়ার এনটিআরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫০ কোটি টাকারও বেশি।

Jr NTR,Jr NTR Net worth,Jr NTR 25 crore house,Jr NTR luxurious house and cars,Jr NTR Cars collection,জুনিয়ার এনটিআর,জুনিয়ার এনটিআরএর সম্পত্তি,দক্ষিণী সুপারস্টার

হায়দ্রাবাদের জুবলি হিলস এ একটি রাজকীয় বাংলো বাড়ি রয়েছে জুনিয়ার এনটিআরের। এছাড়াও হায়দ্রাবাদ থেকে শুরু করে কর্ণাটক ও ব্যাঙ্গালোরে একাধিক বাড়ি থেকে দামি ফ্ল্যাট কেনা রয়েছে তাঁর। শুধু তাই নয় পৃথিবীর সবচাইতে দামি কিছু গাড়িও নিজের কালেকশনে রেখেছেন অভিনেতা। ভারতের প্রথম ল্যাম্বরগিনি উরুস গ্রাফাইট ক্যাপসুল (Lamborghini Urus Graphite Capsule) কিনেছেন জুনিয়ার এনটিআর। এই গাড়িটির দাম ৩ কোটি ১৬ লক্ষ টাকা।

Jr NTR,Jr NTR Net worth,Jr NTR 25 crore house,Jr NTR luxurious house and cars,Jr NTR Cars collection,জুনিয়ার এনটিআর,জুনিয়ার এনটিআরএর সম্পত্তি,দক্ষিণী সুপারস্টার

ল্যাম্বরগিনি ছাড়াও রোলস রয়েস, আউডি, রেঞ্জ রোভারের মত বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেতার কাছে। এবার আশা করি বুঝতেই পেরেছেন শুধু সুপারস্টারই নয় পাশাপাশিও কোটিপতি জুনিয়ার এনটিআর। অভিনেতা মূলত ২৫-৩০ কোটি টাকা চার্জ করেন এক একটি ছবিতে অভিনয়ের জন্য। তবে শুধুমাত্র ছবিতে অভিনয় নয়, বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাকে। আর একটি বিজ্ঞাপণীতে কাজ করার জন্য ১-১.৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥