একটা সময় ছিল যখন বলিউডের (Bollywood) সিনেমা মুক্তি পাওয়া মানেই বক্স অফিসে তা সুপারহিট হওয়া ছিল এক প্রকার নিশ্চিত। কিন্তু দিনের পর দিন এখন সেই বলিউডের অবস্থাই হয়ে যাচ্ছে অত্যন্ত শোচনীয়। সালমান খান, থেকে শাহরুখ খান,আমির খান কিংবা অক্ষয় কুমার অজয় দেবগণ কেউই ম্যাজিক দেখাতে পারছে না বড় পর্দায়।
একের পর এক জনপ্রিয় সব সাউথের ইন্ডাস্ট্রি (South Industry) সিনেমার সামনে কার্যত ধারাশায়ি হয়ে পড়েছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি। গত বছরের শেষের মুক্তি পাওয়া সেই ‘পুষ্পা’ থেকে শুরু করে ‘কেজিএফ’, ‘আর আর আর’ কিংবা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’ প্রত্যেকটা সিনেমাই চুটিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে। একের পর এক ছক ভাঙা সব সিনেমার চিত্রনাট্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আঞ্চলিক সব সিনেমার মিথ।
এরই মধ্যে সাম্প্রতিক বাংলা সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছেন চারদিকে। বিশ্বব্যাপী ‘আর আর আর’ (RRR) সিনেমার বিরাট সাফল্যের পর এখন জনপ্রিয়তার চরম শিখরে রয়েছেন এই অভিনেতা। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজের মুখেই ইচ্ছা প্রকাশ করেছেন বাংলা সিনেমায় (Bengali Cinema) কাজ করার।
সম্প্রতি ভারতীয় সিনেমার ভবিষ্যৎ সংক্রান্ত একটি আলোচনায় যোগ দিয়েছিলেন রামচরণ তেজা (Ramcharan Teja)। সেখানে তার সাথেই উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমারও। সেখানেই অভিনেতা জানিয়েছেন এখনকার দিনে ভারতীয় সিনেমার ক্ষেত্রে উত্তর দক্ষিণ বলে কোন বিভাজন আর নেই।তিনি মনে করেন প্রত্যেক অভিনেতাই চান যেকোনো ভাষার সিনেমাতেই কাজ করতে।
আর যেভাবে সারা ভারতের বিভিন্ন ভাষার ইন্ডাস্ট্রি এক হয়ে গোটা একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে,তাতে করে অভিনেতা জানিয়েছেন তিনি নিজেই অন্য ভাষার সিনেমায় অভিনয় করতে চান। এক্ষেত্রে অভিনেতা টেনে এনেছেন তাঁর পূর্বসূরী কামাল হাসান এবং রাজনিকান্তের মতো অভিনেতাদের প্রসঙ্গ।
রামচরণ নিজের মুখের স্পষ্ট জানিয়েছেন তিনি গুজরাটি ভাষায় কাজ করতে চান। শুধু তাই নয় বাংলা ভাষার ছবি নিয়েও ধারণা রয়েছে তাঁর।এরপরেই বাংলা ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেছেন ‘বাংলা ছবিতে কাজ করতে চাই। যদি কোন পরিচালক আমার কথা ভাবেন,তাহলে বাংলা ছবিতে কাজ করতে আমার কোন আপত্তি নেই। এখন দেখার রামচরণের মত হাইপ্রোফাইল কোন সাউথের সুপারস্টারদের নিয়ে সিনেমা করার মত বাজেট বাংলার প্রডিউসারদের আছে কিনা?