দক্ষিণী সুপারস্টার রাম চরণ (Ram Charan) এই মুহূর্তে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন দু’দিক থেকেই খুব ভালো জায়গায় রয়েছেন তিনি। সদ্য অস্কার জিতেছে তাঁর ‘আরআরআর’ (RRR) ছবির ‘নাটু নাটু’ গানটি। শোনা যাচ্ছে, শীঘ্রই হলিউডে পা রাখতে চলেছেন অভিনেতা। এসবের মাঝেই এবার দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটারের (Cricketer) বায়োপিকে (Biopic) কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি।
অস্কার জয়ের পর সদ্য দেশের ফিরেছেন ‘আরআরআর’ অভিনেতা। তবে এখন বিশ্রাম নেওয়ার কোনও পরিকল্পনা নেই অভিনেতা। বরং নতুন উদ্যমে নিজের আগামী প্রোজেক্টের কাজ শুরু করতে চান তিনি। কিন্তু তার আগে এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন রা চরণ। সেখানেই তিনি জানান, একজন ভারতীয় ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করতে চান তিনি।
সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩’এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাম চরণ। সেখানেই অভিনেতা বলেন, ‘আমি যে কোনও খেলার ওপর বেসড ছবিতে কাজ করতে চাই। এটা বাকি রয়েছে। পুরোপুরি একটি স্পোর্টসকেন্দ্রিক ছবিতে আমার কাজ করা হয়নি’।
এরপর সঞ্চালকের তরফ থেকে রাম চরণকে জিজ্ঞেস করা হয়, তিনি কি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) চরিত্রে অভিনয় করতে চাইবেন? প্রশ্ন শুনেই উচ্ছ্বসিত হয়ে দক্ষিণী সুপারস্টার বলেন, বিরাটের মতো একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করাটা তাঁর কাছে অনেক বড় পাওয়া হবে।
রাম চরণ এও বলেন, তাঁকে দেখতেও অনেকটা বিরাটের মতোই। ‘আরআরআর’ অভিনেতার কথায়, ‘আমায় যদি এই সুযোগটা দেওয়া হয়, তাহলে সত্যিই দারুণ হবে’। খোদ রাম চরণের মুখ থেকে একথা শোনার পর উচ্ছ্বসিত হয়ে পড়েছেন দুই তারকার অনুরাগীরাও।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাটের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, মাঠে দাঁড়িয়ে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানে কোমর দোলাচ্ছেন তিনি। এবার রাম চরণ নিজে বিরাটের বায়োপিকে কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন। এবার দেখা যাক, ভবিষ্যতে কোনও দিন বিরাটের বায়োপিক এলে দক্ষিণী তারকাকে নেওয়া হয় কিনা।