• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়টাই ছেড়ে দেব, অস্কার জেতার পর বড় সিদ্ধান্ত নিলেন ‘RRR’ অভিনেতা জুনিয়ার এনটিআর

ঠিক এক সপ্তাহ আগে অস্কার (Oscar) জিতে বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছিল ‘আরআরআর’ (RRR) সিনেমার ‘আন্টু নাটু’ গানটি। এরপর থেকে শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছেন জুনিয়র এনটিআর (Jr NTR), রাম চরণ সহ সম্পূর্ণ টিম। সেরা মৌলিক গান তথা বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার জিতেছে ‘নাটু নাটু’। সেই খুশির রেশ কাটতে না কাটতেই বিরাট ঘোষণা করলেন জুনিয়র এনটিআর।

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির তো বটেই, গোটা দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। ‘আরআরআর’এর হাত ধরে এখন প্যান ইন্ডিয়া তারকা হয়ে গিয়েছেন তিনি। শুধুমাত্র ভারতে নয়, সম্পূর্ণ বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁর। তবে এবার সেই তারকাই আচমকা অভিনয় ছাড়ার (Retire) কথা বললেন। স্বাভাবিকভাবেই সেকথা শুনে অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে।

   

Jr NTR, Jr NTR retirement

কয়েকদিন আগেই অস্কার জিতে দেশে ফিরেছেন জুনিয়র এনটিআর। নিজের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকের মন জয় করা এই অভিনেতাই নাকি অভিনয় দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। সম্প্রতি হায়দ্রাবাদের এক অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খোলেন তিনি।

সম্প্রতি হায়দ্রাবাদে একটি ছবি রিলিজের জন্য উপস্থিত হয়েছিলেন ‘আরআরআর’ তারকা। সেখানেই সাউথ সুপারস্টারকে তাঁর আগামী ছবি প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। সংবাদমাধ্যম এবং অনুরাগীদের তরফ থেকে বারবার এক প্রশ্নের সম্মুখীন হয়েই খানিকটা মেজাজ হারান তিনি।

Jr NTR, Jr NTR retirement

কিছুটা বিরক্তির সুরেই জুনিয়র এনটিআর বলেন, ‘এখন আমি কোনও সিনেমায় কাজ করছি না। আপনারা যদি বারবার এই এক কথা জিজ্ঞেস করতে থাকেন, তাহলে আমি এবার অভিনয় করাই ছেড়ে দেব’। ‘আরআরআর’ তারকার এই বক্তব্য শুনেই খানিকটা ঘাবড়ে যান তাঁর অনুরাগীরাও।

প্রসঙ্গত, এখন কোনও ছবিতে কাজ করছেন না জুনিয়র এনটিআর। তবে শীঘ্রই তিনি ‘এনটিআর ৩০’এর কাজ শুরু করবেন। কোরাতালা শিবা পরিচালিত সেই সিনেমায় ‘আরআরআর’ তারকার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। এই ছবির মাধ্যমেই তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন। শ্রীদেবী-কন্যার কথায়, জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

site