২০২২ সাল বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। অপরদিকে দক্ষিণ ভারতীয় সিনেমার জন্য দারুণ কেটেছে। একের পর এক সিনেমা রিলিজ করেছে আর সেগুলি বক্স অফিসে ঝড় তুলেছে। গত বছরের এমনই একটি ব্লকবাস্টার সিনেমা হল এস এস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ (RRR)।
‘বাহুবলী’ পরিচালকের এই সিনেমাটি শুধুমাত্র ভারতেরই নয়, বিদেশি দর্শকদেরও মন জয় করেছে। বক্স অফিসে ঝড় তুলে আয় করেছে প্রায় ১২০০ কোটি টাকা। দর্শকদের তো বটেই, চলচ্চিত্র বিশেষজ্ঞদের পর্যন্ত ইমপ্রেস করেছে ‘আরআরআর’।
সেই সঙ্গেই ছবিতে নজর কেড়েছিলেন দুই দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর (Jr NTR) এবং রাম চরণ। তাঁদের অভিনয় একেবারে গেঁথে গিয়েছিল দর্শকমনে। এবার দুর্দান্ত অভিনয়ের পুরস্কারও পেলেন জুনিয়র এনটিআর। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে অনন্য রেকর্ড গড়লেন ‘আরআরআর’ অভিনেতা।
রাজামৌলীর ছবিতে অভিনয়ের পর জুনিয়র এনটিআরের জনপ্রিয়তা সারা দেশেই স্রেফ নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সম্পূর্ণ বিশ্বের মানুষ দেখেছেন কোন মাপের অভিনেতা তিনি। এবার তাই ভ্যারাইটি ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত ২০২৩ অস্কারে সম্ভাব্য সেরা ১০ অভিনেতার (Oscars 2023 best actor) দৌড়েও ঢুকে পড়লেন তিনি।
এর আগে কোনও ভারতীয় অভিনেতা এই নজির স্পর্শ করতে পারেননি, তবে ‘আরআরআর’ তারকা সেই কাজ করে দেখালেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভ্যারাইটি ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত তালিকায় দশম স্থানে রয়েছে ভারতীয় তারকার নাম। স্বাভাবিকভাবেই জুনিয়র এনটিআরের এই কীর্তিতে গর্বিত সম্পূর্ণ দেশবাসী।
@tarak9999 Was the First Indian Actor entered in the Top 10 Oscars Prediction List For Best Actor category ??
NTR’s #Komurambheemudo and #NaatuNaatu song in top 4 and 5
Global sensation #NTR ✅ #NTRforOSCARS #RRRForOscars pic.twitter.com/iCFZiAn2I0— TIGER NTR FANS (@TigerNTRFans) January 5, 2023
প্রসঙ্গত, সম্প্রতি প্রথম তেলেগু ছবি হিসেবে সম্মানীয় গোল্ডেন গ্লোবসে মনোনীত হয়েছে রাজামৌলীর ‘আরআরআর’। জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত এই সিনেমা যে শুধুমাত্র বক্স অফিসে সফল হয়েছিল তাই নয়, একাধিক সিনেমাকে পিছনে ফেলে বহু রেকর্ডও গড়েছে। কন্নড় সুপারস্টার যশ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’কে পিছনে ফেলে সেরার শিরোপাও ছিনিয়ে নিয়েছে ‘আরআরআর’।