• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাশ্মীর ফাইলসের দিন শেষ! মুক্তির পরেই IMDB তে দক্ষিণী ছবি RRR এর রেটিং ৯.৫

কাশ্মীর ফাইলস,বিবেক অগ্নিহোত্রী,আর আর আর,Kashmir files,RRR,vivek agnihotri

দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেয়েছে বাহুবলী খ্যাত পরিচালক এস এস রাজা মৌলির বহু প্রতিক্ষীত ছবি আরআরআর (RRR)। গত বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, কিন্তু করোনার কারণে অবশেষে মুক্তি পিছতে পিছতে অবশেষে এই বছর মুক্তি পেয়েছে ছবি। ২৫ তারিখে ট্রিপল আর মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। সদ্য মুক্তি পেয়েই রেকর্ড করেছে জুনিয়র এনটিআর এবং রামচরণ অভিনীত এই ছবি।

IMDB রেটিং এ শুরুর দিনেই এই ছবি পয়েন্ট তুলেছে ৯.২। রাজা মৌলির ম্যাজিক দর্শকদের অজানা নয়। সেই বাহুবলী থেকেই জাত বুঝিয়ে আসছেন পরিচালক৷ তাই আর আর আর নিয়েও দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া দারুণ। একজন ছবিটিকে নিয়ে মন্তব্য করেছেন, ছবিটি ১০ এ ১০ পাওয়ার যোগ্য৷

কাশ্মীর ফাইলস,বিবেক অগ্নিহোত্রী,আর আর আর,Kashmir files,RRR,vivek agnihotri

ছবির গান গুলি সেভাবে জনপ্রিয় না হলেও ছবির সংলাপ ইতিমধ্যেই মানুষের মুখে মুখে ঘুরছে। আরেকজনের দাবি, ‘আর আর আর’ ছবিটি ভারতীয় চলচ্চিত্রের গর্ব। কলাকুশলীর প্রত‍্যেকেই খুব ভাল অভিনয় করেছেন। ছবিটি যে বক্স অফিসেও ভালো ফল করবে তার প্রত্যাশাও রয়েছে।

সিনে বোদ্ধাদের মতে সূর্যবংশীকে খুব শিগগিরই বক্স অফিসে পিছনে ফেলে দেবে আর আর আর, পাশাপাশি প্রথম দিনের আয়ের ক্ষেত্রে নাকি বচ্চন পাণ্ডে ও ৮৩ কেও ছাপিয়ে গিয়েছে এই ছবি। দিন কয়েকের মধ্যেই এই ছবি ২০০ কোটির ক্লাব ছুঁয়ে যাবে বলেও মনে করা হচ্ছে।

কাশ্মীর ফাইলস,বিবেক অগ্নিহোত্রী,আর আর আর,Kashmir files,RRR,vivek agnihotri

তবে এই মুহুর্তে বক্স অফিসের সব চেয়ে হিট ছবি ‘কাশ্মীর ফাইলস’। একের পর এক রেকর্ড গড়ছে এই ছবি। ইতিমধ্যেই কাশ্মীর পন্ডিতদের নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে ২০৭ কোটি টাকা আয় করে ফেলেছে। মনে করা হচ্ছে, খুব শিগগিরই কাশ্মীর ফাইলসের জনপ্রিয়তায় ভাটা ফেলবে আর আর আর৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥